ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের খেলা দেখা যাবে ঘরের বিশাল স্ক্রিনে

প্রকাশিত: ০৬:২৭, ২৬ মে ২০১৮

বিশ্বকাপের খেলা দেখা যাবে ঘরের বিশাল স্ক্রিনে

নিজস্ব প্রতিবেদক ॥ প্রযুক্তির কল্যাণে বহু দূরের জিনিসও আজ কাছে এসে ধরা দেয়। আবেগের পাল তোলা নৌকায় ভেসে চলে যাওয়া যায় পৃথিবীর যে কোন কোনায়। দ্রুততাই প্রযুক্তির বৈশিষ্ট্য। বিশ্বকাপ কাপ ফুটবল একেবারে দোরগোড়ায় করা নাড়ছে। এরই মধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে খেলার মাঠের গ্যালারি থেকে ঘরের কোনায় কোনায়। বিশ্বসেরা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান তাদের বিনোদনের পণ্যগুলোতে বিশাল ছাড় দেয়া শুরু করেছে এরই মধ্যে। কারণ বিক্রেতা আর ক্রেতার একটা বিশাল সমন্বয় ঘটে এই উন্মাদনাকে কেন্দ্র করে। বাংলাদেশের ক্রিয়াপ্রেমী মানুষ এরই মধ্যে সামাজিক যোগাযোগ সাইটগুলো নিজস্ব দলের প্রচারণা আর অন্য দলের ব্যাঙ্গার্ত আক্রমণ শুরু করে দিয়েছে। আর সেই উন্মোদনাকে আরও একটু হাওয়া দিয়েছে জাইমেক ইলেকট্রনিক্স। এবারের বিশ্বকাপ ফুটবল খেলা ঘরে বসে মাঠের স্বাদ দিতে নিয়ে এসেছে এলইডি পজেক্টর। দাম একেবারে হাতের নাগালে মাত্র ৩৫০০ টাকায়। এছাড়া আরও উন্নত টেকসই আধুনিক মানের প্রজেক্টরের বিশাল পসরা সাজিয়েছে এই প্রতিষ্ঠানটি। বিভিন্ন দামের বিশাল কালেকশন নিয়ে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তাদের এই প্রয়াস। এই প্রতিষ্ঠানের কর্ণধার তামজিৎ জনকণ্ঠের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিনিধিকে জানায় যে, এলইডি প্রজেক্টর কেন কিনবেন ক্রেতারা, তার কারণ এই প্রজেক্টরে এলইডি ল্যাম্প ব্যবহার করা হয়। বাজারে নামকরা ব্র্যান্ড প্রজেক্টের এখনও হেলোজিন ল্যাস্প ব্যবহার করা হয়। যা প্রজেক্টরের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও টেকসই নয়। জাইমেক ইলেকট্রনিক্সের আমদানি করা প্রজেক্টের ব্যবহার করা এলইডি ল্যাম্প হেলোজিন ল্যাস্প থেকে প্রায় দশগুণ বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী। যার ফলে অনান্য যন্ত্রাংশের ওপর বাড়তি চাপ পড়ে না। বিদ্যুত সাশ্রয়ী বলে বিলও কম আসে। এছাড়া এর অন্য একটি বিশেষত্ব হলো এই প্রজেক্টরের ল্যাম্প নষ্ট হয় না ঘন ঘন। আর যদি নষ্ট হয় তাহলে খুব কম খরচে সেটা ঠিক করে নেয়া যায়। জাইমেক ইলেকট্রনিক্স তাদের শোরুমটি ক্রেতাদের জন্য খোলা রেখেছে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। তাদের ঠিকানা: শপ নং-বি-১৭/বি, লাটিমি শপিং মল, ফাস্ট ফ্লোর, সাইন্স ল্যাব মোড়, ধানমন্ডি (টিচার ট্রেনিং কলেজের উল্টো পাশে)। ক্রেতাদের জন্য সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে ০১৭৭৭১৬৩৭৮৫ এই নম্বরটি। এছাড়াও জাইমেকের নিজস্ব ওয়েবসাইটে (www.zymakelectronics.com) রয়েছে ক্রয় করার সুবিধা।
×