ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেটার্মিনাল অপারেশনে যাবে ২০২০ সালে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৮:০১, ১৮ মে ২০১৮

বেটার্মিনাল অপারেশনে  যাবে ২০২০  সালে ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ২০২০ সালের মধ্যে অপারেশনে যাবে চট্টগ্রাম বন্দরের বেটার্মিনাল এবং পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি)। বন্দরের উৎপাদনশীলতা বাড়াতে এর সম্প্রসারণের পাশাপাশি সংযোজিত হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। বন্দরে জাহাজজট, কন্টেনার জট এবং ইক্যুইপমেন্ট সঙ্কট নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সব সঙ্কট কাটিয়ে উঠছি। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি (নিউমুরিং কন্টেনার টার্মিনাল) ৫ নম্বর জেটিতে রেল মাউন্টেড গ্যান্ট্রিক্রেন উদ্বোধনকালে কথাগুলো বলেন নৌপরিবহন শাজাহান খান। একই দিনে তিনি ৯টি ইক্যুইপমেন্টস, রিভার মুরিং জেটি-৩ এবং নিরাপত্তা ভবনও উদ্বোধন করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের বোর্ড মেম্বার জাফর আলম, কমডোর খন্দকার আকতার হোসেন, কমডোর শাহীন রহমান, কামরুল আমিন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তারিকুল ইসলাম, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, বেসরকারী আইসিডি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিগডার সভাপতি নুরুল কাইয়ুম খান, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েসন সভাপতি একেএম আকতার হোসেন প্রমুখ। নৌপরিবহনমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর এখন বিশ্বে ১শটি কন্টেনার পোর্টের মধ্যে ৭১তম অবস্থানে উন্নীত হয়েছে। আমরা ১০ নম্বরের মধ্যে আসতে চাই। দেশের উন্নয়ন নির্ভর করে রাজনীতির স্থিতিশীলতা, অবকাঠামোগত উন্নয়ন এবং দেশপ্রেমের ওপর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বিষয় নিশ্চিত করেছেন।
×