ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী ফুটবলারদের বিয়ের প্রস্তাবে চিন্তিত বাফুফে!

প্রকাশিত: ০৭:১৭, ১৮ মে ২০১৮

নারী ফুটবলারদের বিয়ের প্রস্তাবে  চিন্তিত বাফুফে!

স্পোর্টস রিপোর্টার ॥ নারী ফুটবলারদের বিয়ে আতঙ্ক পেয়ে বসেছে। এ নিয়ে চিন্তিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। মেয়ে বড় হওয়ায় বিয়ের প্রস্তাব দিচ্ছেন অনেকেই। বিয়ে হয়ে গেলে ফুটবলে ফেরার সম্ভাবনা খুবই কম। কারণ অধিকাংশ স্বামী ও শ্বশুরবাড়িই মেয়েদের ফুটবল খেলতে দিতে রাজি হবে না। ফলে ভীষণ চিন্তায় পড়ে গেছেন জাতীয় মহিলা দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এ নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের বুঝিয়ে রাজি করানোর কাজটা হয়ে পড়েছে বেশ কঠিন। নারী ফুটবলের বড় বিজ্ঞাপন সাবিনা খাতুন, যার বয়স ২৪। ঘরোয়া ফুটবলে এখন তার বয়সী কোন খেলোয়াড় নেই বললেই চলে। অভাব আর ধর্মীয় গোঁড়ামির সঙ্গে যুদ্ধে খেলা ছেড়েছেন অনেকেই। যে কারণে ক্যাম্পে থাকা অ-১৪ এবং ১৬ খেলোয়াড়দের কমপক্ষে চার বছর ফুটবল খেলা বাধ্যতামূলক করেছে ফেডারেশন। কিন্তু তারপরও কোন লাভ হয়েছে কী? ক্যাম্পে থাকা অধিকাংশ ফুটবলারের বয়স ১৬ ছুঁই ছুঁই। অভাবী পরিবারের মেয়ে হওয়ায় একটু বড় হলেই বিয়ে দিতে চাইছে পরিবার। গুঞ্জন উঠেছে- এর মধ্যে বাফুফের সঙ্গে যোগাযোগও করেছেন অনেক পরিবার। সামনে ব্যস্তসূচী বিয়ে আতঙ্ককে কাটিয়ে মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ কৃষ্ণা-সানজিদাদের। ওদের ঘিরেই তো আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে মাথা উঁচু করতে পারছে বাফুফে।
×