ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গার্ডিওলার ম্যানসিটির ইতিহাস

প্রকাশিত: ০৬:৪৬, ১৫ মে ২০১৮

গার্ডিওলার ম্যানসিটির ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ আরও আগেই ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নিজেদের শোকেসে তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার শেষ ম্যাচ জিতলেই সর্বোচ্চ পয়েন্ট লাভের নতুন রেকর্ড গড়বে পেপ গার্ডিওলার দল। অথচ নির্ধারিত ৯০ মিনিট শেষেও সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে ম্যানসিটি। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪) নাটকীয়ভাবেই সাউদাম্পনের জালে বল জড়ান ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। শেষ পর্যন্ত তার করা এই গোলেই জয় নিশ্চিত হয় সিটিজেনদের। সেইসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে প্রথম দল হিসেবে ৩৮ ম্যাচ থেকে ১০০ পয়েন্ট লাভের বিরল কীর্তি গড়ে ম্যানচেস্টার সিটি। কোচ হিসেবেও প্রথমবারের মতো পয়েন্টের সেঞ্চুরি পূর্ণ করার অসামান্য কীর্তি গড়েন পেপ গার্ডিওলা। ম্যাচ শেষে তাই দারুণ রোমাঞ্চিত এই স্প্যানিশ কোচ। এ প্রসঙ্গে গার্ডিওলা বলেন, ‘১০০ পয়েন্ট! কী বলব কিছুই বুঝতে পারছি না! ৫০ পয়েন্ট হোম আর ৫০ পয়েন্ট এসেছে এ্যাওয়ে ম্যাচ থেকে। এটা বিশাল ব্যাপার। ১০০ পয়েন্ট অর্জন করাটা সত্যিই চমৎকার। হয়তো কোন একদিন এটা ভাঙবে কিন্তু এই কাজটা খুব কঠিন হবে।’ সাওদাম্পটনকে তাদেরই মাঠে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ১৬ এ্যাওয়ে ম্যাচ জয়ের রেকর্ডও গড়লেন গার্ডিওলার শিষ্যরা। প্রিমিয়ার লীগে ২০১৭-১৮ মৌসুমে কেবলমাত্র ১৫৩ মিনিট পয়েন্ট টেবিলে পিছিয়ে ছিল সিটিজেনরা। যা লীগের নতুন রেকর্ড। সাওদাম্পটনের বিপক্ষে করা জেসুসের গোলটি ছিল চলতি মৌসুমে ম্যানসিটির ১০৬তম গোল। এক মৌসুমে যা এর আগে করে দেখাতে পারেনি আর কোন দল। গত এপ্রিলের মাঝামাঝি সময়েই পাঁচ ম্যাচ আগে লীগের শিরোপা পুনরুরদ্ধার করে ম্যানসিটি। শিরোপা নিজেদের করে ফেলার পরও শিষ্যদের সতর্ক করে দেন গার্ডিওলা। কেননা, এমন অভিজ্ঞতা যে আগেও হয়েছিল তার। চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়দের মাঝে এক ধরনের অলস ভাব চলে আসে তা জানা ছিল গার্ডিওলার। যে কারণেই ট্রফি নিশ্চিত করার পরও তার শিষ্যদের নতুন টার্গেট ছুড়ে দেন সাবেক বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখের সফল এই কোচ। সেন্ট ম্যারিস-এ জেসুস লক্ষ্য ভেদ করার পর গার্ডিওলার বুনো উচ্ছ্বাস প্রকাশই বলে দিচ্ছিল এই মুহূর্তটির জন্য কতটা ব্যগ্র ছিলেন তিনি। এ সময় স্প্যানিশ ওই কোচ বলেন,‘ এটি অবিশ্বাস্য। আমি বাকরুদ্ধ। ১০০ পয়েন্ট! আপনি যখন এক শ’ পয়েন্ট অর্জন করবেন, তখন সেটি অবশ্যই ক্লাবের কাছে বিশেষ কিছু। ’
×