ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইপিএল বর্ষসেরা মোহাম্মদ সালাহ

প্রকাশিত: ০৬:৪৪, ১৫ মে ২০১৮

ইপিএল বর্ষসেরা মোহাম্মদ সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের জার্সিতে অভিষেক মৌসুমেই বাজিমাত করলেন মোহাম্মদ সালাহ। রবিবার লীগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন লিভারপুলের এই মিশরীয় ফরোয়ার্ড। এই পুরস্কার জয়ের ক্ষেত্রে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনকে পরাজিত করেন তিনি। কয়েকদিন আগে ফুটবল রাইটার্স এ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন সালাহ। গেল মাসে প্রফেশনাল ফুটবলার এ্যাসোসিয়েশনের (পিএফএ) সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া চলতি মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগের এক মৌসুমে তিনবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর পুরস্কার জয়ের রেকর্ড গড়েন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লীগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে দারুণ রোমাঞ্চিত সালাহ। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে ২৫ বছর বয়সী সালাহ বলেন, ‘তারা (চেলসি) বলছে, প্রথমবার এখানে আমি সাফল্য পাইনি। সুতরাং সব সময়ই আমার মনে প্রিমিয়ার লীগে সাফল্য পাওয়ার বিষয়টি ছিল। আমি খুবই খুশি। এটি জিততে পেরে আমি খুবই খুশি।’ রবিবার প্রিমিয়ার লীগেও নতুন এক ইতিহাস গড়েন সালাহ। অলরেডদের জার্সিতে লীগে সর্বোচ্চ ৩২ গোল করার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। ব্রাইটনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ২৬ মিনিটে গোল করেই বিরল এই রেকর্ড গড়েন সালাহ। বিষয়টা অনুমিতই ছিল। ইংলিশ প্রিমিয়ার লীগে ৩৮ ম্যাচের মৌসুমে সর্বোচ্চ ৩১ গোল করে শীর্ষে থাকা এ্যালান শিয়েরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লুইস সুয়ারেজের রেকর্ডে যে ভাগ বসিয়েছিলেন আরও আগেই। রবিবার লীগের শেষ ম্যাচে গোল করে তাদের ছাড়িয়ে রেকর্ডটাকে এককভাবেই নিজের করে নিলেন এই মিশরীয় ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি মৌসুমে ভিন্ন ভিন্ন ১৭টি প্রতিপক্ষের বিপক্ষে গোল করেছেন মোহাম্মদ সালাহ। লীগের ইতিহাসে এক মৌসুমে যা আর কেউ পারেনি। শুধু তাই নয়, চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ৩৪টি ভিন্ন ভিন্ন ক্লাবের বিপক্ষে বল জড়ানোর কীর্তিও এখন তার দখলে। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে তার আগে এই রেকর্ড গড়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। পিএসজির হয়ে ৩০ দলের বিপক্ষে গোল করতে সক্ষম হয়েছিলেন তিনি। সালাহর এই রেকর্ডের দিনে শেষ পর্যন্ত লিভারপুলও ৪-০ গোলে পরাজিত করেছে ব্রাইটন হোভ আলবিওনকে। এর ফলে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলার টিকেটও নিশ্চিত করল লিভারপুল। ৩৮ ম্যাচ থেকে অলরেডদের সংগ্রহে ৭৫ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান চেলসির। প্রথম তিনটি স্থান দখল করে রেখেছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার। গত জুনে রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। লিভারপুলের জার্সিতে নিজের প্রথম মৌসুমেই সাফল্যের সবটুকুই অর্জন করতে পেরেছেন তিনি। কিন্তু দলের সাফল্যই দেখতে পেলেন না সালাহ। তবে এখনও শিরোপা জয়ের সুযোগ রয়েছে তাদের সামনে। গত এক দশকেরও বেশি সময় পর এবারই যে প্রথমবারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে তারা। আগামী ২৬ মে কিয়েভে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
×