ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় টিসিবির পণ্য সরবরাহ করছেন না ডিলাররা

প্রকাশিত: ০৪:৫০, ১৫ মে ২০১৮

নওগাঁয় টিসিবির পণ্য সরবরাহ করছেন না ডিলাররা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে পণ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে সরকার টিসিবির পণ্যসামগ্রী বিক্রি শুরু করলেও নওগাঁর ডিলাররা এসব পণ্য এখনও উত্তোলন করেননি। ফলে নওগাঁয় টিসিবির পণ্যসামগ্রী এখনও বিক্রি শুরু হয়নি। ডিলারদের মতে, খুচরা বাজার মূল্যের চেয়ে টিসিবি পণ্যের দাম বেশি হওয়ায় শুধু লোকসানের ভয়ে তারা মালামাল তুলছেন না। জানা গেছে, নওগাঁয় টিসিবির পণ্য বিক্রির জন্য মোট ১৪ জন ডিলার রয়েছেন। এদের মধ্যে ২ জন ট্রাকসেল ডিলার। ১২ জন ডিলার তাদের দোকানে বসে টিসিবি পণ্য বিক্রি করলেও অপর ২ ডিলার ট্রাকে করে পণ্যসামগ্রী শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে বিক্রি করার কথা। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার ন্যায্য মূল্যে সয়াবিন, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর এসব টিসিবির ডিলারদের মাধ্যমে সরবরাহ করে থাকে। গত ৬ মে থেকে এসব পণ্য ডিলারদের মাধ্যমে বাজারে ছাড়ার কথা। নরসিংদীতে আল মোমেন এগ্রো ইন্ডাস্ট্রির ডিলার সম্মেলন অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ আল মোমেন এগ্রো ইন্ডাষ্ট্রি লিঃ এর বার্ষিক হালখাতা ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলার ইটাখোলায় সোমবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া, শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুর ইসলাম মৃধা, জেলা মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দীন, জেলার ৬ মৎস্য কর্মকর্তাগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডিলারসমূহ।
×