ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশরাফুলের হ্যাটট্রিকে টানা ষষ্ঠ জয় আবাহনীর

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ মে ২০১৮

আশরাফুলের হ্যাটট্রিকে টানা ষষ্ঠ জয় আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ প্রিমিয়ার ডিভিশন হকি লীগে দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে ঢাকা আবাহনী। আকাশী-হলুদ জার্সিধারীরা টানা ছয় জয় তুলে নিয়েছে। রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাধারণ বীমাকে ৬-০ গোলে হারিয়েছে আবাহনী। আরেক ম্যাচে তীব্র উত্তেজনার পর এ্যাজাক্স এসসিকে ৫-৪ গোলে হারিয়েছে সোনালী ব্যাংক। সাধারণ বীমার বিরুদ্ধে ম্যাচের দশম মিনিটের পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এগিয়ে যায় আবাহনী। কৃষ্ণ কুমারের পুশ রোমান সরকার স্টপ করার পর খোরশেদুর রহমানের হিটে পরাস্ত গোলরক্ষক। একটু পর পাওয়া পিসি থেকে খোরশেদ ব্যবধান দ্বিগুণ করতে পারেননি। ৩৩ মিনিটের পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করে নেয় আবাহনী। মুসা মিয়ার পুশ সারোয়ার হোসেন স্টপ করার পর আশরাফুলের হিট ঠিকানা খুঁজে পায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আশরাদ হোসেনের বাড়ানো বল প্লেসিং শটে স্কোরলাইন ৩-০ করেন তাজউদ্দিন আহমেদ। ৫৪ মিনিটে তাজউদ্দিনের পুশে সারোয়ার স্টপ করার পর আশরাফুলের হিটে আবারও পরাস্ত হন গোলরক্ষক। তিন মিনিট পর ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ান কৃষ্ণ কুমার। ৬২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে স্কোরলাইন ৬-০ করার সঙ্গে হ্যাটট্রিক পূরণ করেন আশরাফুল। প্রথম ম্যাচে দ্বীন ইসলাম ইমনের জোড়া গোলে এ্যাজাক্সকে হারায় সোনালী ব্যাংক। আজ লীগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে এ্যাজাক্স এসসি-বাংলাদেশ এসসি। পরের ম্যাচে খেলবে ঢাকা ওয়ান্ডারার্স-ভিক্টোরিয়া এসসি। শেষ ম্যাচে লড়বে মোহামেডান এসসি-পুলিশ ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর মতো মোহামেডানও টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। আগের ম্যাচে তারা ৮-১ গোলে হারায় আজাদ স্পোর্টিং ক্লাবকে। মোহামেডানের এই জয়ে সবচেয়ে বড় অবদান তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির এবং ভারতীয় ফরোয়ার্ড অরবিন্দর সিংয়ের। দুজনেই করেন হ্যাটট্রিক। জিমির আগের ২টি হ্যাটট্রিক ওয়ারী এবং এ্যাজাক্সের বিরুদ্ধে। আজও তাই লীগে তিন নম্বর হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামবেন জিমি।
×