ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন ফুটবল জোট ‘সোয়াফ’-এ বাংলাদেশ

প্রকাশিত: ০৭:০১, ১৩ মে ২০১৮

নতুন ফুটবল জোট ‘সোয়াফ’-এ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১০ মে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন একটি ফুটবল সংস্থা। নাম সাউথ-ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (সোয়াফ)। একদম নতুন গঠিত এই ফুটবল জোটের সদস্য দেশ দশটি। এই জোটে আছে বাংলাদেশও। এই সংস্থার সভাপতি সৌদি আরবের তুর্কি বিন আব্দুল মোহসেন আল শেখ। এর সদর দফতর সৌদির জেদ্দায়। এই জোটের দেশগুলোর মধ্যে পাঁচটি সাফ অঞ্চলের এবং বাকি পাঁচটি মধ্যপ্রাচ্যের। সাফের দেশগুলো হলো : বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পশ্চিম এশিয়ার দেশগুলো হলো : সৌদি আরব, ইয়েমেন, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। নতুন ফুটবল সংস্থা সোয়াফনতুন একটি ফুটবল সংস্থা আত্মপ্রকাশ করলো সৌদি আরবের জেদ্দায়। দক্ষিণ-পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন (সোয়াফ) নামের এই সংস্থার অন্যতম সদস্য বাংলাদেশ। সোয়াফের নেতৃত্বে আছে সৌদি আরব। রাশিয়া বিশ্বকাপের পর এই সংস্থার কার্যক্রম শুরু হবে। প্রশ্ন উঠেছে, সোয়াফে যোগ দেয়ায় দক্ষিণ এশিয়ার ‘সাফে’র কী হবে? বাংলাদেশসহ পাঁচ দেশের কী হবে? এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে সাফ সাফের জায়গাতেই থাকবে। সোয়াফের সঙ্গে সাংঘর্ষিক হবে না।
×