ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেভিতোভার জয়

প্রকাশিত: ০৬:১১, ১২ মে ২০১৮

কেভিতোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই প্রাগ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেছেন পেত্রা কেভিতোভা। সেইসঙ্গে চলতি মৌসুমের তৃতীয় ট্রফি জয়ের স্বাদ পান তিনি। যে কারণে ফেবারিটের তকমাটা গায়ে মেখেই মাদ্রিদ ওপেনের কোর্টে নামেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। ক্লে কোর্টের এই টুর্নামেন্টেও দুর্দান্ত খেলছেন তিনি। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে টুর্নামেন্টের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছেন দুইবারের উইম্বলডন জয়ী। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের দশম বাছাই পেত্রা কেভিতোভা ৬-৪ এবং ৬-০ গেমে রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে পরাজিত করে টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেন। তবে কেভিতোভার আনন্দ-উল্লাসের দিনেই সমর্থকদের হতাশ করেছেন সিমোনা হ্যালেপ, মারিয়া শারাপোভা এবং কার্লা সুয়ারেজ নাভারো। তিনজনই যে লজ্জাজনক হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এদিন। পেত্রা কেভিতোভারই স্বদেশী ক্যারোলিনা পিসকোভার কাছে ৬-৪ এবং ৬-৩ গেমে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন রোমানিয়ার হ্যালেপ। রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভাকেও শীর্ষ বাছাই হ্যালেপের পথ দেখিয়েছেন হল্যান্ডের কিকি বার্টেন্স। অবাছাই বার্টেন্স এদিন কঠিন লড়াইয়ের পর ৪-৬, ৬-২ এবং ৬-৩ গেমে পরাজিত করেন পাঁচ গ্র্যান্ডস্লামের মালিক মারিয়া শারাপোভাকে।
×