ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিনয় আমার নেশা -আহমেদ সাজু

প্রকাশিত: ০৫:০৩, ১২ মে ২০১৮

অভিনয় আমার নেশা -আহমেদ সাজু

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের প্রতিভাবান অভিনয়শিল্পী আহমেদ সাজু। অসংখ্য নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন। বিশেষ করে আহমেদ সাজু গত তিন মাসে পনেরোটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এসব চলচ্চিত্রে তার অভিনয় দর্শকের কাছে প্রসংশিত হচ্ছে। আহমেদ সাজু হিসেব বিজ্ঞানে গ্র্যাজুয়েশন শেষ করে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ কত প্রকার নেশা করে নিজেকে শেষ করে দেয়। আমিও নেশা করি তবে প্রতি নিয়ত আমার ভেতরে অভিনয়ের নেশা খেলা করে। পরিশ্রম ও অভিনয়ের প্রতি ভালবাসা আমাকে এত দূর নিয়ে এসেছে। আহমেদ সাজু বলেন, ডিরেক্টর লিটু করিমের অবদান আমার জীবনে অন্যতম। তিনি আমাকে বিভিন্ন চরিত্রে দাঁড় করিয়েছেন। আমি যে কোন চরিত্রের ভেতরে ঢুকতে এখন কনফিডেন্স পাই। আহমেদ সাজুর অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো- লিটু করিমের রচনায় পরিচালনায় –‘ঘুন পোকা’, ‘চোর চোর খেলা’, ‘স্বপ্ন ভাঙা স্বপ্ন’, ‘চোর কাহিনী’, ‘চালাক বউ’, ‘জম-ই’ প্রভৃতি। এ ছাড়াও তার নিজের লেখা গল্পে আজাদ আল মামুনের চিত্রনাট্য ও পরিচালনায় মা দিবসের বিগ বাজেটের স্বল্প দৈর্ঘ্য ‘ম আকার’ চলচ্চিত্র অভিনয় করেছেন। তিনি টিভি নাটকেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তার বর্তমানে বাংলা ভিশনে প্রচারিত সিরিয়াল ‘আকাশে মেঘ নাই’। নাটকটি রচনা করেছেন ফেরারি ফরহাদ পরিচালনায় রাসেদ রাহা। এবার রমজানের ঈদে এটিএন বাংলায় একটি নাটক প্রচার হবে। লিটু করিমের রচনা পরিচালনায় ‘নো প্রবলেম আনোয়ার’। আহমেদ সাজু মনে করেন অভিনয় খুব কঠিন কাজ। বছরে সারা দেশে একজন অভিনেতা তৈরি হতেও কষ্ট হয়। কিন্তু অন্য পেশার লোক তৈরি হয় লাখ লাখ। আর আমি জেনে শুনে সেই কঠিন কাজটিই করতে চাই। ভাল গল্পে কাজ করতে চাই। নিজেকে পেশাদারি অভিনেতা তৈরি করতে যত কষ্ট করতে হয় আমি করতে রাজি আছি। অভিনয় শেখার শেষ নেই, আমি প্রতিদিন অভিনয় শিখি। আমি অনেক কম জানি তবে যদি কেউ ভাল সুযোগ দেয় সেই সুযোগকে কাজে লাগাতে পারি। পরিশ্রমী চরিত্রগুলো করতে বেশি ভাল লাগে। গল্পে যদি কোন ম্যাসেজ না থাকে আমি সেই গল্পে কাজ করি না। আমি কোন হিরো না হিরো থাকে আমার অভিনীত গল্পগুলো। গল্প যদি ভাল হয় অভিনেতার কাজ খুব সহজ হয়। সবার দোয়া ও ভালবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। কুড়িগ্রামের সন্তান আহমেদ সাজু তার মেধা ও কঠিন সাধনার মাধ্যমে এগিয়ে যাবেন তার স্বপ্নের পথে। তার জন্য শুভ কামনা।
×