ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তারিক জুলফিকারের ‘সিমুলআকরা’ শীর্ষক একক ছাপচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৫:০২, ১২ মে ২০১৮

তারিক জুলফিকারের ‘সিমুলআকরা’ শীর্ষক একক ছাপচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানম-ির ইএমকে সেন্টারের আয়োজনে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে ইএমকে সেন্টারে ‘সিমুলআকরা’ শিরোনামে তিন দিনব্যাপী তারিক জুলফিকারের একক ছাপচিত্র প্রদর্শনী উদ্বোধন হতে যাচ্ছে। ইএমকে সেন্টারের ১০ম তলায় আজ ১২ মে থেকে ২৪ মে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। উক্ত প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষক বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিত্রকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রশিদ আমিন। প্রদর্শনীটিতে শিল্পীর নিজস্ব নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে করা ২৭টি ছাপচিত্র প্রদর্শিত হবে। শিল্পী তারিক জুলফিকার তার শিল্পকর্ম সম্পর্কে বলেন, ছাপচিত্র মাধ্যমটি নিয়ে আমি প্রায় ২০ বছর ধরে ক্রমাগত যে এক্সপেরিমেন্ট করছি তারই একটি চূড়ান্ত প্রকাশ এই প্রদর্শনী। এখানে আমি ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা ও উপলব্ধির জগতকে সবার সামনে দৃশ্যমান করার চেষ্টা করেছি মাত্র। আমি বিশ্বাস করি অতীতের মাঝেই সব প্রশ্ন ও সমাধান লুকিয়ে আছে; যেমন আমাদের জন্মের আগের স্মৃতি জমা থাকে আমাদের ডিএনএতে। আবার আমরা যা কল্পনা করি তা আসলে আমাদের ফেলে আসা অতীত ছাড়া আর কিছুই না। আসলে আমরা শুধু বারবার কপি করছি বা হচ্ছি, কিন্তু কোন কপির সঙ্গে কোন কপির মিল নাই। ঠিক যেন আকাশের কোটি কোটি তারা। কিংবা রবীন্দ্রনাথের লেখা কবিতা গান, যা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন মানুষ পরছে বা গাইছে বা শুনছে নতুন বাস্তবতায় ও উপলব্ধিতে। প্রতিবারই তা ঘটে নবরূপে-নবঢঙ্গে এক স্থির সময়ে। আর তাই এই প্রদর্শনীতে আমি আমার উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছি।
×