ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৭:৩০, ১০ মে ২০১৮

আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ আগেই বোঝা গিয়েছিল অস্ট্রেলিয়া সফর হচ্ছে না বাংলাদেশের । আগস্ট-সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল সফরটি। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে সিরিজ বাতিল। বাণিজ্যিক কারণ দেখিয়ে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জানিয়ে দিয়েছে, বাণিজ্যিক কারণে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারছে না তারা। আইসিসির করা এফটিপি এই বছরের আগস্ট-সেপ্টেম্বরে ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে সে সময় দেশটিতে ফুটবল মৌসুম থাকায় টেলিভিশন স্বত্ব পেতে সমস্যা হচ্ছিল। ভরা ফুটবল মৌসুমের মাঝে এই সিরিজ সম্প্রচার করতে ব্রডকাস্টারদের আগ্রহ নেই দেখে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজটিকে বাণিজ্যিকভাবে বাস্তবায়নযোগ্য না বলে জানিয়ে দিয়েছে। ইএসপিএন ক্রিকইনফোকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বলেন, সিরিজ বাতিলে সময়টাই একটা বড় কারণ। ওই সময় অস্ট্রেলিয়া মজে থাকে ফুটবল মৌসুমে। মানুষের আগ্রহও থাকে সেদিকে। সিরিজটি না হওয়ায় দুই বোর্ডের মধ্যে বিকল্প আলোচনা চলছে জানায় ক্রিকইনফো। ২০১৯ বিশ্বকাপের পর সিরিজটি বাংলাদেশে আয়োজন করা যায় কিনা তা নিয়েই নাকি চলছে আলাপ। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে বলেন, ‘আমরা তাদের কিছু প্রস্তাব দিয়েছি এখন তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’ অ¿েলিয়ায় গিয়ে একবারই পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটিও ১৫ বছর আগে ২০০৩ সালে। এরপর দু’বার অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করলেও বৈশ্বিক টুর্নামেন্টের বাইরে সেদেশে যাওয়া হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশে খেলতে আসে অস্ট্রেলিয়া। দুই টেস্ট ম্যাচের সে সিরিজ ড্র হয়েছিল ১-১ ম্যাচে। তবে ওই সিরিজ নিয়েও বিসিবিকে পোড়াতে হয়েছে বেশ কাঠখড়। নিরাপত্তার কারণ দেখিয়ে দু’বার পিছিয়ে দেয়ার পর উচ্চ পর্যায়ের সরকারী আশ্বাসে সফরে এসেছিল স্টিভেন স্মিথরা। এর আগে ২৫ জানুয়ারি আলোচনায় এসেছিল বিষয়টি। তখন উল্লেখ করা হয় পৃষ্ঠপোষক না পাওয়ার অজুহাতে সে সফর বাতিল করতে চাইছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আর এতে দেশটিতে বাংলাদেশের সফর অনিশ্চিত হয়ে পড়ে। তখনই বোঝা হয়ে যায় সিরিজ হচ্ছে না। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ এবারও যেতে পারবে না। এ সময় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, পৃষ্ঠপোষক না থাকায় দ্বিপক্ষীয় এ সিরিজ বাতিল করতে চায় তারা। পাশাপাশি সফর বাতিলের ক্ষতিপূরণ দিতেও রাজি অস্ট্রেলিয়া। আর এ থেকে বোঝা যায় যে, সফর বাতিলের এক রকম পাকা সিদ্ধান্ত নিয়েছিল অ¿েলিয়া। এর আগে ২০১৫ সালে নিরাপত্তার ‘অজুহাতে’ বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। তারপর অনেক জল ঘোলা করে গত বছর দুই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল দেশটি। একই ইস্যুতে বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ থেকে নিজেদের সরিয়ে রাখে অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়ায় খেলতে যাবে বাংলাদেশ। সেটিও হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে এবার সিরিজ বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া।
×