ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ইরাকের নির্বাচনে বাস্তুচ্যুতরা প্রার্থীদের কাছে গুরুত্বহীন

প্রকাশিত: ০৪:৫৮, ৭ মে ২০১৮

 ইরাকের নির্বাচনে বাস্তুচ্যুতরা প্রার্থীদের কাছে গুরুত্বহীন

ইরাকে নির্বাচনী প্রচার অভিযান যখন পুরোদমে চলছে তখন বাস্তুচ্যুত লাখ লাখ মানুষকে গুরুত্বহীনভাবে দেখছেন প্রার্থীরা। তারা বাস্তুচ্যুত মানুষের কাছে যাচ্ছেন না। খবর এএফপির। পশ্চিমাঞ্চলে আনবার প্রদেশে ‘ক্যাম্প সেভেন’-এ একটিও নির্বাচনী পোস্টার দেখা যায় না। ১২ মে’র পার্লামেন্ট নির্বাচনে তাদের ভোট দেয়ার অধিকার থাকলেও ভোটার হিসেবে তাদের কাছে ভোট চাইতে যাচ্ছে না কোন প্রার্থী। এখানে সারিবদ্ধ তাঁবুগুলোতে অবস্থান করছে হাজার হাজার বাস্তুচ্যুত ইরাকী। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই থেকে বাঁচতে তারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে শিবিরগুলোতে। সরকার জিহাদীদের পরাজিত করার ঘোষণা দেয়ার প্রায় ৭ মাস পরও এ ইরাকীরা অবস্থান করছে মরুভূমিতে স্থাপিত শিবিরগুলোতে। দেশের রাজনীতিবিদদের স্পষ্টত উপেক্ষা দেখা যায় তাদের প্রতি।
×