ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি রাজশাহীর বিশিষ্টজনদের

প্রকাশিত: ০৬:৪৭, ৬ মে ২০১৮

জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি রাজশাহীর বিশিষ্টজনদের

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ জনসম্পৃক্ততা বৃদ্ধি করে জেলাভিত্তিক বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন রাজশাহীর বিশিষ্টজনেরা। তারা বলছেন, বাজেটে যত বেশি মানুষকে সম্পৃক্ত করা যাবে, যত বেশি মানুষের জীবনের উন্নয়ন ঘটানো যাবে, তত বেশি দেশের উন্নয়ন ঘটবে। শুধু অল্পকিছু মানুষের উন্নয়ন ঘটলে তা সম্পূর্ণ দেশের উন্নয়ন ঘটে না। এই জন্য বাজেট নির্ধারণে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বাড়ানো উচিত। এমন বাজেট নির্ধারণ করতে হবে যাতে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনের উন্নয়ন ঘটানো যায়। এ জন্য জেলা বাজেট জরুরী বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত রাজশাহী অঞ্চলের বাজেট শুনানি অনুষ্ঠানে এসব মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, বাজেট নির্ধারণে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঘটিয়ে সেই অনুযায়ী অঞ্চলভিত্তিক বাজেট প্রণয়ন জরুরী। তিনি রাজশাহীর উন্নয়নে কৃষি সম্পর্কিত নীতিমালা প্রণয়ন, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো, নগরীতে স্কুল ও কলেজের সংখ্যা বাড়ানো, নারীবান্ধব শিল্প কারখানা গড়ে তোলা, রেশম শিল্পের পুনর্জাগরণ, পদ্মা নদীর উৎসমুখে ড্রেজিং, কর্মসংস্থান সৃষ্টি, বাসাবাড়িতে ও শিল্পকারখানায় গ্যাস সংযোগ দেয়া, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে খাতওয়ারি বাজেট ঘোষণা দেয়ার আহ্বান জানান। বাদশা বলেন, অধিকারবোধই হচ্ছে রাজনীতি। এই জন্য মানুষকে সচেতন করার পাশাপাশি রাজশাহীর উন্নয়নে সর্বস্তরের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সিটি কর্পোরেশন এলাকায় বয়স্ক ভাতা বন্ধ আছে। আগামী বাজেটে এই ভাতা আবার চালু করা হবে। এ ছাড়া নারীবান্ধব পরিবেশ তৈরি ও সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে সংরক্ষিত নারীদের তাদের যোগ্যতাভিত্তিক কাজ দেয়া উচিত বলে মনে করেন তিনি। এ ছাড়া নগরীতে স্কুল ও কলেজ প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ গ্রহণ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে নগরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা, কৃষিপণ্য ক্রয় নীতি ঘোষণা, রেশমের উন্নয়নে কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান, রেল যোগাযোগের উন্নয়ন ও পদ্মা নদীর ড্রেজিংসহ রাজশাহীর উন্নয়নে বারবার সংসদে উত্থাপনে জেলা ওয়ারি আলাদা বাজেট প্রসঙ্গ তিনি সংসদে তুলে ধরবেন বলেও জানান। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, বাজেট প্রণয়নের মাধ্যমে একটি দেশের উন্নয়ন নির্ধারিত হয়। সমাজে ন্যায় বিচার, সমতা ও সাম্যতার সৃষ্টি হবে। এই জন্য অঞ্চলভিত্তিক বাজেট প্রণয়ন করা উচিত। একটি অঞ্চলের কোন কোন ক্ষেত্রে কত বাজটে প্রয়োজন তা নির্ধারণ করেÑ সেই অনুযায়ী বাজেট প্রণয়ন করা উচিত। তিনি বলেন, এলাকার অঞ্চলের উন্নয়নে সব সময় সংসদে বক্তব্য উত্থাপন করেন তারা। আগামী বাজেটে কৃষকদের সমস্যা দূরীকরণে তিনি সমন্বিত কৃষি পদ্ধতি বাস্তবায়নের কথা উল্লেখ করেন। রাজশাহী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এন কে নোমান বলেন, বাজেটের কাঠামো তৈরি হয়েছে কিন্তু কাঠামোগতভাবে উপস্থাপিত হয় না। ফলে এক সময় জেলা বাজেটের ঘোষণা দিলেও সরকার সেখান থেকে ফিরে এসেছে। এই জন্য নিয়মতান্ত্রিকভাবে বাজেট ঘোষণা করতে হবে। নিয়মতান্ত্রিকভাবে বাজেট ঘোষণা করা হলে সরকার তা মানতে বাধ্য। এই জন্য উন্নয়ন বাজেট ঘোষণার সময় পরিকল্পনা মন্ত্রণালয়কেও যুক্ত করতে হবে। মাইক্রো ইকোনমিক ম্যানেজমেন্টকে গুরুত্ব দিয়েই বাজেট প্রণয়ন করতে হবে। যতবেশি মানুষকে সম্পৃক্ত করে বাজেট প্রণয়ন করা যাবে তত বেশি দেশের সামগ্রিক উন্নয়ন হবে বলে মত দেন তিনি।
×