ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পরমাণু চুক্তি থেকে সরলে পাল্টা ব্যবস্থা

প্রকাশিত: ০৬:৪২, ৫ মে ২০১৮

পরমাণু চুক্তি থেকে সরলে পাল্টা  ব্যবস্থা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে তার দেশের সঙ্গে ছয় দেশের চুক্তি হওয়া পরমাণু সমঝোতা যদি যুক্তরাষ্ট্র বাতিল করে তাহলে তার পাল্টা জবাব দেয়ার অধিকার আছে তেহরানের কাছে। বৃহস্পতিবার ইউটিউবে পোস্ট করা এক ভিডিও বার্তায় জাওয়াদ জারিফ এসব কথা বলেছেন। ইউটিউব বার্তায় তিনি ইরানের পক্ষ থেকে সমঝোতা মেনে চলার দিক তুলে ধরেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতা লঙ্ঘনের নানা ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ১১ বার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করছে। ইউরোপের কিছু দেশ পরমাণু সমঝোতার বিষয়ে ইরানের পক্ষ থেকে আরও ছাড় দেয়ার যে পরামর্শ দিয়েছে তারও সমলোচনা করেন জাওয়াদ জারিফ। তিনি বলেন, যেসব বিষয় বাদ দিয়ে বিস্তারিত আলোচনার পর পরমাণু সমঝোতা হয়েছিল, ইউরোপের কিছু দেশ এখন সেগুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিচ্ছে। ইরানের শান্তিপূর্ণ ইতিহাস তুলে ধরে জাওয়াদ জারিফ বলেন, তার দেশ কখনও কোন দেশে সামরিক আগ্রাসন চালায়নি কিন্তু অন্য দেশের আগ্রাসনের শিকার হয়েছে। এর সম্প্রতি উদহারণ হিসেবে ইরাকের সাদ্দাম হোসেনের পক্ষ থেকে যুদ্ধ চাপিয়ে দেয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সাদ্দাম যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন এবং তাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তিনি জোর দিয়ে বলেন, ইরান পরমাণু ইস্যুতে নতুন করে কোন আলোচনা করবে না বরং এই সিদ্ধান্তে তার দেশ শক্ত অবস্থানে থাকবে। -ইয়াহু নিউজ
×