ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে খেলার প্রস্তাব, ভাবনায় নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৫:৩৭, ৫ মে ২০১৮

পাকিস্তানে খেলার প্রস্তাব, ভাবনায় নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী অক্টোবরে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে তাদের হোম সিরিজে খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২০০৯ সালের পর থেকে হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারও ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ আরব-আমিরাতেই হওয়ার কথা। তবে নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি প্রতিটি সিরিজেই সফরকারী দলকে কয়েকটি ম্যাচ নিজেদের মাঠে খেলার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে। নিউজিল্যান্ড ক্রিকেটকেও (এনজেডসি) এমন প্রস্তাব দিয়েছে পিসিবি। বিষয়টি বিবেচনায় এনে এখন তা নিয়ে চিন্তা-ভাবনা করছে এনজেডসি। ২০০২ সালে সর্বশেষবার পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিন্তু এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে মাঝপথেই থমকে যায় নিউজিল্যান্ডের ওই সিরিজ। দুই টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও একটি ম্যাচ খেলেই দেশে ফেরে সফরকারীরা। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার দিন সকালে নিউজিল্যান্ডের টিম হোটেলের বাইরে ভয়ানক বোমার বিস্ফোরণ ঘটে। ১১ ফরাসী প্রকৌশলীসহ নিহত হন ১৫ জন। নিউজিল্যান্ডের ক্রিকেট দল ওই হামলার লক্ষ্য না হলেও তাৎক্ষণিকভাবে দেশে ফেরানো হয় তাদের নিরাপত্তা ইস্যুতে। অবশ্য পরের বছর একটি ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল নিউজিল্যান্ড। ২০০৯ সালের ডিসেম্বরেও সফরসূচী ছিল তাদের। কিন্তু ওই বছরের মার্চে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গী হামলার পর সেই সিরিজ বাতিল হয়। শ্রীলঙ্কার টিম বাসে হামলার পর থেকেই আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানে। আরব-আমিরাতেই নিজেদের হোম সিরিজগুলো খেলছে তারা। তবে একটু একটু করে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে শুরু করেছে। তারই পরিক্রমায় সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল করাচীতে টি২০ খেলেছে।
×