ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোজায় পর্যাপ্ত পণ্য মজুদ থাকবে ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫০, ৩ মে ২০১৮

রোজায় পর্যাপ্ত পণ্য মজুদ থাকবে ॥ বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবার রোজার মাসে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে। চিনি, খেজুর, ডালসহ ভোজ্য পণ্য যা চাহিদা তার চেয়ে বেশি রয়েছে। ৬ তারিখ থেকে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি করবে। কেউ যদি দাম বাড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাজার যাতে স্থিতিশীল থাকে সেই ব্যাপারে দৃষ্টি রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করবেন। কেউ কিন্তু বাড়ানোর চেষ্টা করবেন না। ভোগ্যপণ্য ভেজাল দেখার জন্য টিম থাকবে। কেউ যদি দাম বাড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই ব্যবসায়ীদের সঙ্গে সুসর্ম্পক রেখে বাজারকে স্বাভাবিক রাখা। চাহিদার তুলনায় এবার অনেক পণ্য মজুদ রয়েছে। বুধবার সকালে ভোলা গাজীপুর রোড এলাকায় বাণিজ্যমন্ত্রীর বাস ভবনের হল রুমে ভোলায় সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এসব কথা বলেন।
×