ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বড় হারে ফুটসালে অভিষেক সাবিনাদের

প্রকাশিত: ০৪:২৫, ৩ মে ২০১৮

বড় হারে ফুটসালে অভিষেক সাবিনাদের

স্পোর্টস রিপোর্টার ॥ বড় হার দিয়ে এএফসি ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে বুধবার অভিষেক হলো বাংলাদেশ মহিলা ফুটসাল দলের। থাইল্যান্ডের ব্যাংকক এ্যারেনায় নিজেদের প্রথম খেলায় তারা ১-৭ গোলে হেরে যায় মালয়েশিয়ার কাছে। ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ পিছিয়ে ছিল ১-৫ গোলে। প্রথমার্ধে ৫ গোল খাওয়া সাবিনা-কৃষ্ণারা কিছুটা ভাল খেলে দ্বিতীয়ার্ধে। একাধিকবার মালয়েশিয়ার সীমানায় বল নিয়ে ঢুকলেও গোল পায়নি। এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপের সঙ্গে। বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সাবিনাদের শেষ গ্রুপ ম্যাচ ৬ মে চাইনিজ তাইপের বিপক্ষে। এই ধরনের টুর্নামেন্টে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা নেই। এই খেলা হয়ে থাকে ইনডোরে। এটা ফাইভ-এ-সাইড ফুটবল। ৪১ মেয়ের মধ্যে সেরা ১৪ ফুটবলার নিয়ে দল গঠন করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। নির্দিষ্ট কোন লক্ষ্য নেই। মূলত অভিজ্ঞতা অর্জনের জন্যই এ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া।
×