ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ওঠার লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে জার্মান চ্যাম্পিয়নরা

দ্বিতীয় সারির দল নিয়েও বড় জয় বেয়ার্নের

প্রকাশিত: ০৪:৩৭, ৩০ এপ্রিল ২০১৮

দ্বিতীয় সারির দল নিয়েও বড় জয় বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আগেই মৌসুমের প্রথম মিশন সফলতা পেয়েছে। বুন্দেসলিগায় আবার শিরোপা জিতেছে বেয়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের কাছাকাছিও পৌঁছুতে পারেনি অন্য কোন ক্লাব। এখন তারা যে ম্যাচগুলো খেলছে তার সবই বলা যেতে পারে নিয়মরক্ষার জন্য। তবে এই ম্যাচগুলো এখন তাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের জন্য প্রস্তুতি হিসেবে বেশ কার্যকর ভূমিকা রাখছে। বেয়ার্ন শিবিরের জন্য এখন মূল লক্ষ্যই ইউরোপ সেরা হওয়ার। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ঘরের মাটিতে প্রথম লেগে ২-১ ব্যবধানে হেরে এখন কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে বেয়ার্ন। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠতে হলে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে রিয়ালের মাঠে। এর আগে নিজেদের রিজার্ভ বেঞ্চের শক্তিটা বাড়িয়ে নিচ্ছে তারা। বুন্দেসলিগার ম্যাচগুলোয় নিয়মিতদের বাদ দিয়ে রিজার্ভ বেঞ্চকে কাজে লাগাচ্ছেন জাপ হেইঙ্কেস। এরপরও শনিবার রাতে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্টকে। নিকো কোভাচ একই সঙ্গে হতাশ করছেন দুই ক্লাবকে। বেয়ার্নের পরবর্তী কোচ হিসেবে সাবেক এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের নামটা বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। কিন্তু তিনি বর্তমান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টকে নিয়েই বেশ দুঃশ্চিন্তার মধ্যে আছেন। ইউরোপা লীগ খেলার জন্য অন্তত পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থাকতে হবে। কিন্তু শনিবার রাতে বেয়ার্নের কাছে তার দল ৪-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়ে সেই স্বপ্নও মলিন হতে চলেছে। এই মুহূর্তে ৪৬ পয়েন্ট নিয়ে ঠিক ৭ নম্বরেই আছে ফ্র্যাঙ্কফুর্ট। বাকি আছে দুটি ম্যাচ। কিন্তু ৪৫ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্টুটগার্ট, ৪৪ পয়েন্ট নিয়ে মনচেনগ্লাডবাখ ও ৪৩ পয়েন্ট নিয়ে হার্থা বার্লিন। এই তিন ক্লাবের মধ্যে মনচেনগ্লাডবাখ গোল ব্যবধানে সবচেয়ে এগিয়ে। এমন পরিস্থিতিতে বেয়ার্নের কাছে ৪-১ গোলের বড় পরাজয়ে শঙ্কার মধ্যে পড়ে গেছে ফ্র্যাঙ্কফুর্ট। কিন্তু বাভারিয়ানরা দ্বিতীয় সারির দল নিয়েই নেমেছিল এদিন। নিয়মিত ও অপরিহার্য খেলোয়াড়দের বিশ্রাম দিলেও ২০ বছর বয়সী তরুণ নিকলাস ডর্শ ৪২ মিনিটে প্রথম গোল করে এগিয়ে নেন বেয়ার্নকে। ৭৫ মিনিটে সান্দ্রো ওয়াগনার, ৮৬ মিনিটে রাফিনহা ও ৮৯ মিনিটে নিকলাস সুলের গোলে বড় জয় পেয়ে যায় চ্যাম্পিয়নরা। মাঝে ৭৭ মিনিটে ফ্র্যাঙ্কফুর্টের হয়ে একটিমাত্র গোল করে কোভাচকে কিছুটা স্বস্তি দিয়েছিলেন সেবাস্তিয়ান হ্যালার। কিন্তু শেষ পর্যন্ত চরম হতাশা নিয়েই মাঠ ত্যাগ করতে হয়েছে তাকে। বেশ আগেভাগেই শিরোপা নিশ্চিত করা বেয়ার্ন এখন ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে প্রতিপক্ষদের চেয়ে যোজন যোজন দূরে। এই মুহূর্তে শুধু তাদের লীগ শেষ করার আনুষ্ঠানিকতা। একমাত্র লক্ষ্য এখন তাদের চ্যাম্পিয়ন্স লীগে দারুণ কিছু করার। ইতোমধ্যেই সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে ২-১ গোলে পরাজয়ের কারণে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছে বাভারিয়ানরা। এ্যালিয়াঞ্জ এ্যারেনায় সে কারণে উৎসব থেমে আছে। আগামী মঙ্গলবার রিয়ালের মাঠে গিয়ে দ্বিতীয় লেগ খেলতে হবে। বুন্দেসলিগায় ভাল প্রস্তুতি সারলেও সেটা বড় রকমের চ্যালেঞ্জই হবে হেইঙ্কেস শিষ্যদের জন্য। অন্তত ২-০ গোলে জিততে হবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠতে হলে।
×