ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচের আগে বিশ্রামে রোনাল্ডো-রামোস-মার্সেলোসহ সেরা একাদশের প্রায় সবাই, আবারও বেয়ার্নকে হারাতে চান জিদান, রিয়াল মাদ্রিদ ২-১ লেগানেস

রিজার্ভ বেঞ্চ নিয়ে প্রতিশোধ রিয়ালের

প্রকাশিত: ০৪:৩৩, ৩০ এপ্রিল ২০১৮

 রিজার্ভ বেঞ্চ নিয়ে প্রতিশোধ রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপার আশা আগেই শেষ হয়ে গেছে। যে কারণে রিয়াল মাদ্রিদের এখন একটাই লক্ষ্যÑ চ্যাম্পিয়ন্স লীগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। এ কারণেই সেমিফাইনালের দ্বিতীয় লেগে বেয়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঠে নামার আগে লা লিগায় রিজার্ভ বেঞ্চ মাঠে নামান দলটির কোচ জিনেদিন জিদান। শনিবার রাতে সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচে অতিথি লেগানেসকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক রিয়াল। ম্যাচে শুধু কাসেমিরো ছাড়া চ্যাম্পিয়ন্স লীগের সর্বশেষ ম্যাচে বেয়ার্নের বিরুদ্ধে খেলা সবাইকেই বিশ্রাম দেন কোচ জিদান। কারণ একটাই সেমির ফিরতি লেগের আগে শিষ্যদের তরতাজা রাখা। সেই লক্ষ্য পূরণের পর বেয়ার্নকে আরেকবার হারাতে চান ফরাসী গ্রেট। লা লিগা নিয়ে রিয়ালের আগ্রহ না থাকারই কথা। কেননা রবিবার রাতেই হয়তো শিরোপা উৎসব করে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। ডিপোর্টিভো লা করুনাকে হারাতে পারলে চার ম্যাচ হাতে রেখেই উৎসব করবেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তারা। এই লেগানেসের কাছে হেরেই শেষ হয়েছিল রিয়াল মাদ্রিদের কোপা ডেল’রে যাত্রা। তাই কিছুটা প্রতিশোধ নেয়ার প্রবণতা ছিল রিয়াল শিবিরে। তাতে সফল গ্যালাক্টিকোরা। ম্যাচের অস্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন গ্যারেথ বেল। যদিও পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা গেছে গোলটি অফসাইড ছিল কিন্তু গোল বাতিল হয়নি। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে লেগানেস। ২৫ মিনিটে লেগানেসের রিকোর ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন গুইরেরো। ২৯ মিনিটে বাস্তিঞ্জার শট গোলবারে লেগে বাইরে চলে গেলে আবারও গোল বঞ্চিত হয় সফরকারীরা। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে বোর্হা মায়োরাল গোল করলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে বল নিজেদের দখলে রাখলেও কাক্সিক্ষত আক্রমণ করতে পারছিল না রিয়াল। উল্টো ম্যাচের ৬৬ মিনিটে ব্রাসানাচ গোল করে ২-১এ পিছিয়ে থেকেও লেগানেসকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। ম্যাচের শেষদিকে কয়েকটি ভাল আক্রমণ করলেও গোলের দেখা পায়নি লেগানেস। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচের শেষ বাঁশি বাজার মুহূর্তে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লালকার্ড দেখেন লেগানেস অধিনায়ক গ্যাব্রিয়েল। এই ম্যাচ জিতলেও রিয়াল বস জিদানের দৃষ্টি চ্যাম্পিয়ন্স লীগের সেমিতে। গত বছর চ্যাম্পিয়ন্স লীগেও শেষ আটে এ্যালিয়েঞ্জ এ্যারানায় প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছিল রিয়াল। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ায় বেয়ার্ন। নির্ধারিত সময়ে ২-১ গোলে জার্মান পরাশক্তিরা এগিয়ে থাকলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতে রোনাল্ডো জোড়া ও মার্কো এ্যাসেনসিও এক গোল করলে শেষ চারে পৌঁছায় রিয়াল। চলতি মৌসুমেও ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জুভেন্টাসকে হারায় রিয়াল। কিন্তু সান্টিয়াগো বার্নাব্যুতে এক পর্যায়ে ৩-০ গোলে এগিয়ে যায় ইতালির চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকে গোল করে রিয়ালকে সেমিতে আনেন সি আর সেভেন। এ কারণেই আরেকবার ঘরের মাঠে খেলতে নামার আগে সতর্ক জিদান। তিনি বলেন, আমরা একটা অনেক বড় ম্যাচে অংশ নিতে চলেছি। আমি খেলোয়াড়দের এমনভাবে খেলতে বলেছি যেমনটা তারা কখনই তাদের ইতিহাসে খেলেনি। কারণ ফাইনালে পৌঁছাতে আমাদের এটা দরকার। আমি জানি না কোয়ার্টার ফাইনালে ও বেয়ার্নের বিপক্ষে গত বছর আমাদের যা ঘটেছিল তা আমাদের সাহায্য করবে কিনা। আমাদের একটা বড় ম্যাচ খেলতে হবে। ফাইনালে যেতে হলে যে কোন সময়ের চেয়ে ভাল খেলতে হবে আমাদের। দারুণ সংকল্প নিয়ে আমরা প্রস্তুত। আমরা আমাদের বছরের সেরা খেলাটা খেলব।
×