ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএলে কম বয়সে হাফসেঞ্চুরির রেকর্ড পৃথ্বি শ’র

প্রকাশিত: ০৭:৩৫, ২৯ এপ্রিল ২০১৮

আইপিএলে কম বয়সে হাফসেঞ্চুরির রেকর্ড পৃথ্বি শ’র

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরির রেকর্ডে নাম লিখিয়েছের পৃথ্বি শ। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আগের ম্যাচেই অভিষেক, আর শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেই তো ইতিহাস গড়ে ফেললেন চলতি বছর ভারতকে অনুর্ধ-১৯ বিশ্বকাপ জিতিয়ে আলোচনায় উঠে আসা পৃথ্বি। আইপিএলে তাকে দলে নেয় দিল্লী ডেয়ারডেভিলস। দলে সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার রেকর্ড গড়ে ফেললেন প্রতিভাবান এই ব্যাটসম্যান। ১৮ বছর ১৬৯ দিন বয়সে খেললেন ৬২ রানের দুর্দান্ত ইনিংস। যৌথভাবে সঞ্জু স্যামসনের (২০১৩ আইপিএল) সঙ্গে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন পৃথ্বি। ক্রমাগত ব্যর্থতায় অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়া গৌতম গাম্ভীরের স্থলে নেতৃত্ব দেয়া শ্রেয়াস আইয়ারের দিল্লীও ২১৯ রানের পাহাড় গড়ে এদিন পায় ৫৫ রানের বড় জয়। এবারের আইপিএলে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগেরদিনই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে দল থেকে সরে যান দিল্লী অধিনায়ক গাম্ভীর। ফলে দলের ইনিংস সূচনা করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়ে ১৮ বছর বয়সী পৃথ্বির কাঁধে। সেই দায়িত্ব দুর্দান্তভাবে পালন করেন তিনি। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ঝড়ো ইনিংসের (৪০ বলে ১০ ছক্কায় অপরাজিত ৯৩) আগে, দিল্লীর ইনিংসের গতিপথ নির্ধারণ করে দেন পৃথ্বি। আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন তিনি। যদিও আগের ম্যাচে মাত্র ১০ বলে ৪ চারের মারে সাজঘরে ফেরেন ২২ রান করে। এর পূর্ণতা পায় কলকাতার বিপক্ষে। কিউই ওপেনার কলিন মুনরোর সঙ্গে ইনিংসের সূচনা করতে নেমে ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন পৃথ্বি। এই ইনিংস খেলার সময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর ১৬৯ দিন। এতেই সাঞ্জু স্যামসনের সঙ্গে আইপিএল ইতিহাসে যৌথভাবে কনিষ্ঠতম হাফসেঞ্চুরিয়ান হয়ে যান পৃথ্বি। ২০১৩ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ঠিক ১৮ বছর ১৬৯ দিন বয়সেই ফিফটি করেছিলেন রাজস্থান রয়্যালসের স্যামসন। আইপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট চেন্নাই ৬ ৫ ১ ০ ১০ ০.৬৬২ হায়দরাবাদ ৭ ৫ ২ ০ ১০ ০.৫০৯ পাঞ্জাব ৭ ৫ ২ ০ ১০ ০.২২৮ কলকাতা ৭ ৩ ৪ ০ ৬ ০.০৬২ রাজস্থান ৬ ৩ ৩ ০ ৬ -০.৮০১ ব্যাঙ্গালুরু ৬ ২ ৪ ০ ৪ -০.৪৪৬ দিল্লী ৭ ২ ৫ ০ ৪ -০.৪৮২ মুম্বাই ৬ ১ ৫ ০ ২ ০.০০৮ ** শনিবার চেন্নাই-মুম্বাই ম্যাচের আগ পর্যন্ত
×