ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন ফর্মেটে এফ এস নাঈম

প্রকাশিত: ০৬:৩০, ২৬ এপ্রিল ২০১৮

তিন ফর্মেটে এফ এস নাঈম

অভিনয়ের জাদু দিয়ে অনেক ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই সময়ের ব্যস্ততম অভিনেতা এফএস নাঈম। বর্তমানে অভিনয়ে তুমুল ব্যস্ত একজন মানুষ তিনি। সাবলীল অভিনয়ের এক নিপুণ উদাহরণ তিনি। প্রতিনিয়ত নিজেকে ভেঙ্গে ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির করছেন। ধারাবাহিক নাটক থেকে শুরু করে এক ঘণ্টার নাটকই বেশি করে থাকেন। সময়ের ব্যস্ততম এই অভিনেতার সঙ্গে তার সমসাময়িক কাজ নিয়ে কথা হলো। এক দশক আগে নিয়মিত গান করতেন নাঈম। একটি ব্যান্ডের সঙ্গেও নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। স্টেজ শো করে দর্শক মাতাতেন। তখন নাঈমের গিটারের ঝঙ্কার যারা শুনেছেন তারা আজও মনে রেখেছেন। এরপর নাঈম অভিনয়ে নিয়মিত হন। আগের মতো গানে পাওয়া যায় না তাকে। তবে নাঈমের ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এবার তিনি অভিনেতা পরিচয়ের বাইরে গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। খুব শীঘ্রই আসছে ‘তোমাকে’ শিরোনামের নাঈমের গাওয়া গান। রোমান্টিক কথামালায় সাজানো এই গানটির কথা ও সুর করেছেন নাঈম নিজেই। আর সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। এখানেই শেষ নয়, নাঈমের গাওয়া ‘তোমাকে’ গানটি নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও। যেটির মডেল হয়েছেন চ্যানেল আই সেরা নাচিয়ে তারকা হৃদি শেখ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রাজু রাজ। কক্সবাজারের সাগরপাড়ের মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। নাঈম বলেন, শুটিং এর ফাঁকে একটু একটু করে সময় দিয়ে গানটি তৈরি করেছি। একেবারে রোমান্টিক একটি গান ‘তোমাকে’। আমার বিশ্বাস গানটি প্রকাশ হওয়ার পর দর্শকদের পছন্দ হবে এবং সবচেয়ে বড় পাওয়া আমার সহকর্মী সবাই মিউজিক ভিডিওর একটি ছবি শেয়ার করেছে। তারা স্ট্যাটাস দিয়েছে যার যার অবস্থান থেকে। এটা কারো জন্য কেউ করে না, তা আমার জন্য করেছে তারা। সবাই অপেক্ষায় আছে গানটির জন্য। সবাই আমাকে অনুপ্রেরিত করছে। এর আগে বাংলাদেশের কোন গানে এ রকম হয়নি। এটা সত্যিই আমার জন্য অনেক বড় পাওয়া। সবাই এত খুশি হয়ে ভালবেসে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সবার একটা বিশ্বাস আছে গানটি ভাল হবে। ভাল একটি গান করার জন্য পরিশ্রমটি করেছি। গানটা শুনলে সবার আরাম লাগবে, মনে হবে যে একটা গান শুনলাম। নব্বই দশকের যে কোন শ্রোতাকে দুষ্ট করার মতো একটি গান। গানে নিয়মিত দেখা যাবে কিনা জানতে চাইলে নাঈম বলেন, বছরে চারটি গান করার ইচ্ছে আছে। যদিও খুব টাফ বছরে চারটি গান করার। তবে চারটি না করতে পারলে বছরে দুটি গান থাকবে। নাঈমের গাওয়া ‘তোমাক’ শিরোনামের গানটি শিগগির ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে জানা গেছে। নাঈম ব্যস্ত রয়েছেন আসন্ন ঈদের কাজ নিয়ে। তিনি আনন্দকন্ঠকে বলেন, এরই মধ্যে বেশ কিছু কাজ শেষ করেছি। সামনে আরো কিছু কাজ করব। সব সময় চেষ্টা করি বেছে বেছে কাজ করতে। আমি যে কোন গল্পে কাজ করতে রাজি নই। গল্প যদি ভাল হয় তাহলে আমি প্রচুর কষ্ট করতে রাজি আছি। কিন্তু গল্পের যদি মান না থাকে তাহলে আমি প্রয়োজনে অভিনয় কম করব। খণ্ড ও ধারাবাহিকের মধ্যে কোন ধরনের নাটকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন জানতে চাইলে তিনি বলেন, আমি খুবই খুবই নির্বাচিত মানুষ ছাড়া ধারাবাহিক নাটক করি না। ধারাবাহিকে অনেক কম কাজ করি। এখন অনএয়ারে আছে শুধু একটি মাএ ধারাবাহিক ‘কাগজের ফুল’। চলচ্চিত্র নিয়ে কোন পরিকল্পনা আছে? ‘চলচ্চিত্র করতে হলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে থাকতে হয়। আমি পুরোপুরি ছোট পর্দার। আমি আপাতত ছোট পর্দা নিয়েই থাকতে চাই। তবে চলচ্চিত্রে কাজ করলে তখন চলচ্চিত্র নিয়েই থাকব। ছোট পর্দায় আর ফিরব না।
×