ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ ওল্ডট্র্যাফোর্ডে

প্রকাশিত: ০৬:২৪, ২৬ এপ্রিল ২০১৮

বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ ওল্ডট্র্যাফোর্ডে

স্পোর্টস রিপোর্টার ॥ কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা। শহীদ আফ্রিদি বলেছেন, ডাকলেও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলবেন না। দু’দেশের সম্পর্ক কতটা খারাপ সেটি বোঝা যায় পাকিস্তানের আপত্তিতে ভারত থেকে এশিয়া কাপের ভেন্যু আরব আমিরাতে সরে যাওয়ায়। ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানে অন্য এক উন্মাদনা। যে জন্য বিশ্বের অগণিত ভক্ত তীর্থের কাকের মতো বসে থাকেন। ২০১৯ বিশ্বকাপে কিন্তু মুখোমুখি হচ্ছে দুই শত্রুদেশ। আগামী বছর ১৬ জুন ওল্ডট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই। তার আগে ৩০ মে দ্য ওভালে উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, দশ দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার থাকছে না গ্রুপপর্ব, লীগপর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠে যাবে সেমিতে, ওল্ডট্র্যাফোর্ডে প্রথম সেমিফাইনাল ৯ জুলাই, দ্বিতীয় সেমি ১১ জুলাই এজবাস্টনে, ১৪ জুলাই ক্রিকেট মক্কা লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল, শীঘ্রই চূড়ান্ত সূচী ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) । এবার ১০ দল নিয়ে ক্রিকেটে শ্রেষ্ঠত্বের এই লড়াই অনুষ্ঠিত হবে ১৯৯২ বিশ্বকাপের (নিউজিল্যান্ড) আদলে। কলকাতায় চলমান এক্সিকিউটিভ কমিটির বোর্ড সভায় আইসিসি নিশ্চিত করেছে, দুটি সেমিফাইনাল ও ফাইনালে থাকবে ‘রিজার্ভ ডে’। ৯ জুলাই প্রথম সেমিফাইনাল (পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ দল) হবে ওল্ডট্র্যাফোর্ডে। দুইদিন পর দ্বিতীয় সেমিফাইনাল (পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল) হবে এজবাস্টনে। পঞ্চমবারের মতো বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে লর্ডসে। ৪৬ দিনের টুর্নামেন্টে মোট ম্যাচ ৪৮টি। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসের মোট ১১টি ভেন্যুতে হবে ম্যাচগুলো। ভেন্যুগুলো হলো- লর্ডস, দ্য ওভাল, এজবাস্টন, ট্রেন্ট ব্রিজ, হেডিংলি, ওল্ডট্র্যাফোর্ড, টাউনটন, ব্রিস্টল, চেস্টার-লি-স্ট্রিট, সাউদাম্পটন ও কার্ডিফ। ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বাছাইপর্ব থেকে উঠে আসা আফগানিস্তানের বিপক্ষে খেলবে ২ জুন ব্রিস্টলে, ফ্লাড লাইটের নিচে। টুর্নামেন্টের ৭টি ডে-নাইট ম্যাচে একটি এটি। এর মধ্যে আছে ২৯ জুন লর্ডসে ২০১৫ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচও। রাজনৈতিক ইস্যুতে দুইদেশের ক্রিকেট বোর্ডের টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ সেই ২০১৩ সাল থেকে। শুধু আইসিসি, এশিয়ান ইভেন্টেই দেখা হয় উপমহাদেশীয় দুই পরাশক্তির। যার সর্বশেষটি গত বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০১৯ বিশ্বকাপে ওল্ডট্র্যাফোর্ড ম্যাচের আগে দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এই ওল্ডট্র্যাফোর্ডেই ১৯৯৯ বিশ্বকাপের সুপার সিক্সে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০১৯ বিশ্বকাপে বর্তমান ক্রিকেটের অঘোষিত মোড়ল ভারত তাদের প্রথম ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৫ জুন সাউদাম্পটনে। ততদিনে অনেক দলই দুটি করে ম্যাচ খেলে ফেলবে। ভারতীয় বোর্ডের অনুরোধেই তাদের প্রথম ম্যাচ পরে দিয়েছে আইসিসি। কারণ লোধা কমিটির সুপারিশ অনুযায়ী আইপিএল ও আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে অন্তত ১৫ দিনের ব্যবধান থাকতে হবে। ২০১৯ আইপিএল হওয়ার কথা ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত। কলকাতায় চলছে আইসিসির এক্সিকিউটিভ কমিটির সভা (সিইও)। সোম-মঙ্গলবার সভার প্রথম দুদিনেই বিশ্বকাপের সূচী ও ফরমেটের অনুমোদন দিয়েছে আইসিসির। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আইসিসি বোর্ড বৃহস্পতিবার বৈঠকে বসবে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাত দল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। আর গত মার্চে জিম্বাবুইয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্ব থেকে শেষ দুই দল হিসেবে মূলপর্বের টিকেট পেয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়ে গ্র্যান্ট ফ্লাওয়ার-হিথ স্ট্রিকের দেশ জিম্বাবুইয়ে। বাংলাদেশের সম্ভাব্য সূচী তারিখ প্রতিপক্ষ ভেন্যু ২ জুন, রবিবার দক্ষিণ আফ্রিকা ওভাল ৫ জুন, বুধবার নিউজিল্যান্ড ওভাল (ডে-নাইট) ৮ জুন, শনিবার ইংল্যান্ড কার্ডিফ ১১ জুন, মঙ্গলবার শ্রীলঙ্কা ব্রিস্টল ১৭ জুন, সোমবার ওয়েস্ট ইন্ডিজ টন্টন ২০ জুন, বৃহস্পতিবার অস্ট্রেলিয়া নটিংহাম ২৪ জুন, সোমবার আফগানিস্তান সাউদাম্পটন ২ জুলাই, মঙ্গলবার ভারত বার্মিংহাম ৫ জুলাই, শুক্রবার পাকিস্তান লর্ডস
×