ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেইমারকে পিএসজি ছাড়ার পরামর্শ

প্রকাশিত: ০৭:০০, ২৪ এপ্রিল ২০১৮

নেইমারকে পিএসজি ছাড়ার পরামর্শ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকতে চাইলে নেইমারকে প্যারিস সেইন্ট জার্মেই ছাড়তে হবে। শুধু তাই নয় তাকে আবারও স্পেনে ক্যারিয়ার শুরু করাও উচিত বলে মনে করেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী তারকা রিভালদো। নেইমারের বার্সিলোনায় ফেরাটা এখন জটিল। সেই কারণে নেইমার রিয়াল মাদ্রিদের বিষয়টি বিবেচনা করতে পারে বলে মনে করেন রিভালদো। ২০০৪ সালের ফাইনালে পোর্তোর কাছে মোনাকো পরাজিত হওয়ার পর আর কোন ফ্রেঞ্চ ক্লাব চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলতে পারেনি। এই বিষয়টি সামনে এনে রিভালদো বলেন, ‘নেইমার অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে। কিন্তু পিএসজিতে থাকাকালীন এটা সম্ভব নয়। এজন্য তাকে পিএসজি ছাড়তে হবে। যে ধরনের ফুটবল খেললে সে বিশ্বের সেরা হতে পারবে সেটা শুধুমাত্র স্পেনেই সম্ভব। এই মুহূর্তে বার্সিলোনায় ফেরা কঠিন হলেও রিয়াল মাদ্রিদে সে সুযোগ নিতে পারে।’ গত বছর রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। আর এর মাধ্যমে বিশ্ব ক্লাব ফুটবলের ইতিহাসে নিজেকে সবচেয়ে দামী ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পায়ের অস্ত্রোপচারের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা নেইমারের সামনে এখন একটাই লক্ষ্য, সুস্থ হয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা। ডেভেলপমেন্ট কাপ ফুটবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদফতরের আয়োজনে শুরু হয়েছে দেশের আট বিভাগীয় অনুর্ধ ১৬ বালকদের নিয়ে গড়া ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের খেলা। সোমবার মোহাম্মদপুরের ঢাকা সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্র্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। উদ্বোধনী ম্যাচে খুলনা বিভাগকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে সিলেট বিভাগ। সিলেট বিভাগের আল আমিন ২টি মেহেদী ও ইলিয়াস করেন একটি করে গোল। খুলনা বিভাগের হয়ে একমাত্র গোলটি করেন আবাবিল। ম্যাচসেরা হয়েছেন সিলেট বিভাগের মেহেদী হাসান। টুর্নামেন্ট শেষে ৮ বিভাগীয় দল থেকে ৪০ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে পরিকল্পিত উন্নত প্রশিক্ষণ দেয়া হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দলের প্রশিক্ষক এই প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করেন। এ পর্যন্ত ৪ আসরের ১২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের থেকে সর্বশেষ প্রতিযোগিতায় বি. লীগে ৫, প্রথম বিভাগে ৭, দ্বিতীয় বিভাগে ১৫, তৃতীয় বিভাগে ২১, পাইওনিয়াল লীগে ৩১ জন এবং বাকি খেলোয়াড়রা জেলা দলে নিয়মিত অংশ নিচ্ছেন। গত আসরের বাছাইকৃত খেলোয়াড়দের জাতীয় অনুর্ধ ১৬ দলে সরাসরি বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেখানে ৪ জন মূল দলে জায়গা করে নেয়।
×