ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচদিনেই কোহলিকে হটালেন রায়না!

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ এপ্রিল ২০১৮

পাঁচদিনেই কোহলিকে হটালেন রায়না!

স্পোর্টস রিপোর্টার ॥ বোঝা যাচ্ছে টুর্নামেন্টজুড়ে বিরাট কোহলি ও সুরেশ রায়নার মধ্যে ‘ইঁদুর-বিড়াল’ দৌড়টা চলতেই থাকবে। পাঁচ দিন আগেই রায়নাকে হটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক বনে গিয়েছিলেন কোহলি। ভারত অধিনায়ককে পেছনে ফেলতে মাত্র দুটি ম্যাচই লাগল তার জাতীয় দল সতীর্থ রায়নার। ৪,৬৫৭ রান করে আবারও সবচেয়ে বেশি রানের রেকর্ডটা দখলে নিলেন চেন্নাই সুপার কিংস ব্যাটসম্যান। রবিবার দলের বিপর্যয়ের সময় সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেছেন দারুণ এক অপরাজিত ইনিংস। দেখা পেয়েছেন আইপিএলে নিজের ৩২তম অর্ধশতকের। সব মিলিয়ে ৪৩ বলে ৫ চার আর ২ ছক্কায় উপহার দিয়েছেন হার-না-মানা ৫৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস। মজার বিষয়, যেকোনদিন কোহলি আবারও রেকর্ডটা নিয়ে নিতে পারেন। কেননা, ৪৬৪৯ রান নিয়ে রায়নার চেয়ে মাত্র ৮ রান পিছিয়ে কোহলি। দারুণ ছন্দেও আছেন। আসরে এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৩১ রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা। সময়ের সেরা ব্যাটসম্যান কোহলি। ১৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যাওয়া ম্যাচে অপরাজিত ৯২ রানের দুরন্ত ইনিংসের পথে ফেলে রেকর্ডটা গড়েছিলেন তিনি। রায়নাকে ছাড়িয়ে যেতে সেদিন প্রয়োজন ছিল মাত্র ৩১ রান। আইপিএল ক্যারিয়ারে ১৫৩ ইনিংসে ৪৬১৯ রান করেছিলেন তিনি। ১৬৫ ইনিংসে রায়ানর রান এখন ৪৬৫৭। ১৫৪ ইনিংসে কোহলির ৪৬৪৯। আন্তর্জাতিক ক্রিকেটে যেমন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লীগেও তেমন। এবারের আসর শুরুর আগে ১৪৯ ম্যাচে কোহলির সংগ্রহ ছিল ৪৩৫৭ রান। আইপিএলে রান সংগ্রহে এখন পরের তিনটি স্থানে যথাক্রমে রোহিত শর্মা (৪৩৪৫), গৌতম গাম্ভীর (৪২১৩) ও ডেভিড ওয়ার্নার (৪০১৪)। অর্থাৎ সেরা পাঁচে একজনই বিদেশী, বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ওয়ার্নার নেই এবারের আসরে। মাত্র ১০৪ ইনিংসেই ৩৮৫৫ রান নিয়ে আইপিএল লিস্টে সপ্তম স্থানে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। যেভাবে খেলছেন তাতে এবার কত ওপরে নিয়ে যান সেটি দেখার অপেক্ষা। আইপিএলের মতো ক্লাব টি২০ ক্যারিয়ারেও মোট রানের হিসেবে এগিয়ে আছেন রায়না। ২৭৮ ম্যাচে তার সংগ্রহ ৭৩৯৬ রান। ২৩২ ম্যাচে কোহলি করেছেন ৭২৯৬ রান। এই তালিকায় তারা আছেন যথাক্রমে ৮ ও ৯ নম্বরে। এক নম্বরে স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ ক্যারিবিয় ব্যাটিংদানব ক্রিস গেইল। ৩২৪ ম্যাচে তার রান ১১,১৩১। অবশ্য আন্তর্জাতিক টি২০তে কোহলি ১৯৮৩ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ স্কোরার। রায়না বেশ পেছনে, তার সংগ্রহ ১৪৯৯ রান। ২২৭১ রান নিয়ে তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল।
×