ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ এফএ কাপ, ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ টটেনহ্যাম হটস্পার

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে ম্যানইউ

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ এপ্রিল ২০১৮

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরও একবার সেমিফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজেছে টটেনহ্যাম হটস্পারের। শনিবার রাতে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। আসরের ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানইউ এবারসহ ২০ বার ফাইনালে উঠেছে। একই ভেন্যুতে আগামী ১৯ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে ম্যানইউ খেলবে রবিবার রাতে আরেক সেমিতে চেলসি-সাউদাম্পটনের মধ্যকার বিজীয় দলের বিরুদ্ধে। এফএ কাপে আটবারের চ্যাম্পিয়ন টটেনহ্যাম সর্বশেষ শিরোপা জিতেছে ১৯৯০-৯১ মৌসুমে। এরপর থেকে এ নিয়ে আটবার সেমিফাইনালে উঠলেও ফাইনালে আর উঠতে পারেনি তারা। শেষ চারে টানা ব্যর্থতা ঘোচানোর লক্ষ্যে নামা টটেনহ্যাম একাদশ মিনিটে ডেলে আলির গোলে শুরুটা করেছিল দারুণ। ডানদিক থেকে ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলমুখে বাড়ানো ক্রসে বল জালে জড়াতে একটা টোকারই দরকার ছিল। ১১ মিনিটে এগিয়ে যাওয়া এই গোলে ফাইনালে যাওয়ার স্বপ্ন বুনছিল স্পার্সরা। কিন্তু এরপরের গল্পটা রেড ডেভিলসদের। ম্যাচের ২৪ মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। বাঁদিক থেকে পল পোগবার ক্রসে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন জানুয়ারিতে আর্সেনাল থেকে আসা চিলির ফরোয়ার্ড এ্যালেক্সিস সানচেজ। ৬২ মিনিটে আন্ডের হেরেরার গোলে এগিয়ে যায় ম্যানইউ। সানচেজের পাসে ঠিকমতো পা লাগাতে পারেননি রোমেলু লুকাকু। তবে আলগা বল পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচে ম্যানইউর খেলোয়াড়রা গোলমুখে শট নেন ১২টি। যদিও এগুলোর বেশিরভাগই ঠিকানায় ছিল না। মাত্র ৫টি শটের লক্ষ্য ঠিক রাখতে পেরেছিলেন জোশে মরিনহোর ছাত্ররা। অন্যদিকে গোলমুখে টটেনহ্যামের ১২টি শটের মাত্র দুটি শটের লক্ষ্য ঠিকঠাক ছিল। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও কোন দলই আর স্কোরলাইন বাড়াতে না পারায় ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় ম্যানইউ। এদিকে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের ধারা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন্স লীগে সফল হওয়ার আরও ভাল সুযোগ পাবে বলে মনে করেন পেপ গার্ডিওলা। স্প্যানিশ এই কোচের চাওয়া, ঘরোয়া শীর্ষ লীগে অদম্য হয়ে উঠুক তার দল। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের তিনটিতে মোট সাতটি শিরোপা জেতা গার্ডিওলার বিশ্বাস, ইউরোপ পর্যায়ে সিটিকে মেলে ধরতে হলে প্রিমিয়ার লীগে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বেয়ার্ন মিউনিখ ও বার্সিলোনার সাবেক এই কোচ বলেন, চ্যাম্পিয়ন্স লীগ জেতা কতটা কঠিন হবে এবারের মৌসুমে আমি তা বুঝতে পেরেছি। গার্ডিওলা বলেন, হয়তো আমি ভুল। তবে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের জন্য প্রিমিয়ার লীগে আপনাকে পরপর আরও শিরোপা জিততে হবে। যেন আপনি শীর্ষ পর্যায়ের ক্লাবের সম্মান পান। অবশ্যই আমরা চেষ্টা করব। তবে আমি জানি না, একটা ক্লাব হিসেবে আমরা প্রস্তুত কিনা। ওই পর্যায়ে যেতে মাঠের ভেতর ও বাইরে সেই শক্তি আমাদের আছে কিনা। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে দলের হার প্রসঙ্গে বার্সিলোনার খেলোয়াড় হিসেবে একবার ও কোচ হিসেবে দুইবার শিরোপা জেতা গার্ডিওলা বলেন, বিশ্বাস করুন, চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল, ফাইনাল খেলা বা এটা জয়ের স্বপ্ন দেখি আমি। আমি জানি এই শিরোপা জিতে মৌসুম শেষ করা কি দারুণ ব্যাপার। তবে আমি এমন একটি দল পেতে চাই যারা প্রতিদিনই থাকবে মেশিনের মতো। ঘরে-বাইরে বা ভাল-খারাপ অবস্থায়, যে কোন পরিস্থিতিতে।
×