ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন নক্সা ও ফ্যাশন তৈরিতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পরামর্শ

প্রকাশিত: ০৬:৩৮, ২২ এপ্রিল ২০১৮

নতুন নক্সা ও ফ্যাশন তৈরিতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্যারিসের শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনারদের উপস্থাপনায় ট্রেন্ডস এ্যান্ড কালারস অফ ইয়োরোপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রধান বাণিজ্য প্রদর্শনী এবং মেলায় অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের টেক্সটাইল খাতের সাম্প্রতিক উন্নয়নে বেশ বড় রকমের সাহায্য করেছে। প্যারিসে বছরে দু’বার অনুষ্ঠিত টেক্সটওয়ার্ল্ড বা এ্যাপারেলস সোর্সিং বিশ্বের সবচেয়ে বড় গার্মেন্টস প্রদর্শনীগুলোর মধ্যে একটি, যার প্রতিটি করিডোর ঘুরে দেখলেও নতুন ধরনের ডিজাইন এবং ফ্যাশন ট্রেন্ড চোখে পড়ে, যা ফ্যাশন জগত নিয়ে কাজ করা যেকোন মানুষের জন্যেই একটি অসাধারণ অভিজ্ঞতা। মেসে ফ্রাঙ্কফুর্ট ফ্রান্সের প্রেসিডেন্ট মাইকেল শেরপে এবং ফরাসি ডিজাইনার গ্রেগরি লামুদ ফ্যাশন ও কালারস শীর্ষক একটি সেমিনারের জন্য ঢাকায় এসেছিলেন। এই সেমিনারের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশী গার্মেন্টস, ফ্যাব্রিক এবং চামড়াজাত পণ্য নির্মাতাদের একই প্ল্যাটফর্মে এনে আলোচনা করা এবং ইয়োরোপের সর্বশেষ ট্রেন্ড এবং ফ্যাশন সম্পর্কে তাদের সচেতন করে তোলা। ঢাকাস্থ অভিজাত এক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মি. শেরপে বলেন, ‘যদি বাংলাদেশী কোম্পানিগুলো বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী এবং মেলাগুলোতে অংশ নেয়া শুরু করে তবে তারা নতুন পণ্য উদ্ভাবন, বিপণন শুধু নয়, নিত্য নতুন নক্সা ও নতুন ফ্যাশন তৈরিতেও উপকৃত হবে।’ তিনি বাংলাদেশের লেদার ফুটওয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের সঙ্গেও সাক্ষাত করেন এবং বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন চামড়াজাত পণ্যের মান দেখে সন্তুষ্ট হন। জনাব শেরপে তাদের মেসে ফ্র্যাঙ্কফুর্টের নতুন প্রদর্শনী লেদারওয়ার্ল্ড প্যারিস সম্পর্কেও বিস্তারিত জানান। মেসে ফ্র্যাঙ্কফুর্ট বাংলাদেশের সিইও ওমার সালাহউদ্দীন এবং মেসে ফ্র্যাঙ্কফুর্ট বাংলাদেশের হেড অফ অপারেশন্স মিসেস রুমানা আফরোজও এই সেমিনারে উপস্থিত ছিলেন।
×