ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এ্যাডভোকেট চিত্রা রায়;###;সুপ্রীমকোর্ট, বাংলাদেশ

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৭:১৬, ২০ এপ্রিল ২০১৮

আইনী পরামর্শ

নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক ১. প্রশ্ন : আমার প্রথম সংসারে একটি কন্যা হয়, কন্যার বয়স তিন বছর। স্বামীর সঙ্গে অমিল হওয়ার কারণে আমি ডিভোর্স দিয়ে পুনরায় একজনকে বিবাহ করি এবং সুখে আছি। কিন্তু সমস্যা হচ্ছে প্রথম সংসারের স্বামী আমার কন্যাকে নেয়ার জন্য বিভিন্ন সময় আমার বাসায় লোক পাঠায় এবং হুমকি দিয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে আমি আইনগত পরামর্শ চাচ্ছি। উত্তর : আপনি উল্লেখ করেননি আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন কিনা, কিন্তু যেহেতু আপনি দ্বিতীয় বিবাহ করেছেন, সেহেতু আপনি আপনার কন্যা সন্তানের বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্যতা হারিয়েছেন। তা ছাড়া আপনার বর্তমান স্বামী আপনার কন্যার সৎ পিতা। তাই আপনার কন্যা তার পিতার কাছে অর্থাৎ আপনার প্রাক্তন স্বামীর কাছে নিরাপদে থাকবে। তবে আপনার প্রাক্তন স্বামী যদি আর একটি বিয়ে করে থাকেন, তাহলে আপনার কন্যা সাত বছর বয়স পর্যন্ত আপনার কাছে থাকবে। অর্থাৎ সাত বছর বয়স পর্যন্ত তাকে আপনি লালন পালন করতে পারবেন। সাত বছর পর সে তার ইচ্ছানুযায়ী বাবা বা মা যে কোন কারও কাছে থাকতে পারবে। তবে আঠারো বছর বয়সের পর, আপনার কন্যা সন্তান পরিপূর্ণ স্বাধীন। আঠারো বছর বয়সের পর আপনার মেয়ে তার পিতা বা তার মা, যেখানে সে ভাল মনে করবে, সেখানে থাকার তার পূর্ণ অধিকার রয়েছে।
×