ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে আবার দরপতন

প্রকাশিত: ০৬:২৮, ১৮ এপ্রিল ২০১৮

শেয়ারবাজারে আবার দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা চার কার্যদিবস পতনের পর সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও এক কার্যদিবস পর মঙ্গলবার আবার দরপতন হয়েছে। এদিন প্রধান মূল্যসূচকের পতনের পাশাপাশি উভয় বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে লেনদেন বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ১২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ১৬৮টির দাম। আর অপরিবর্তিত রয়েছে ৪১টির। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ২ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয় ৫১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আগের দিনের তুলনায় মঙ্গলবার ৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কম লেনদেন হয়েছে। টাকার অংকে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। মঙ্গলবার কোম্পানিটির মোট ৪১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফের শেয়ার হাতবদল হয়েছে ১৯ কোটি ১৮ লাখ টাকার। ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জ-হোলসিম। লেনদেনে এরপর রয়েছে- ফার্মা এইড, আল-আরাফাহ ব্যাংক, ড্রাগন সোয়েটার, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ব্র্যাক ব্যাংক এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৪ কোটি ৫৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৯৩ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স শূন্য দশমিক ৫৯ পয়েন্ট কমে ১০ হাজার ৭৮৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৪৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪ দশমিক ২০ পয়েন্ট কমে ১৬ হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- পপুলার লাইফ ইনস্যুরেন্স, গ্রামীণ এমএফ ওয়ান, বেক্সিমকো, গ্রামীণফোন, লাফার্জ হোলসিম, এ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এবং ড্রাগন সুয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেড।
×