ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেঙ্গল মাল্টিমিডিয়ার একাধিক মিউজিক ভিডিও

প্রকাশিত: ০৪:৩২, ১৬ এপ্রিল ২০১৮

 বেঙ্গল মাল্টিমিডিয়ার একাধিক মিউজিক ভিডিও

স্টাফ রিপোর্টার ॥ নিয়মিতভাবে বিভিন্ন কণ্ঠশিল্পীর মিউজিক ভিডিও নির্মাণ করবে আরটিভি। সেই ধারাবাহিকতায় ‘বৈশাখ ১৪২৫’ উপলক্ষে আরটিভি প্রযোজিত ৭টি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। সম্প্রতি আরটিভির নিজস্ব কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিউজিক ভিডিওগুলো উন্মোচন করা হয়। এতে বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। উপস্থিত ছিলেন আরটিভির প্রধান বার্তা লুৎফর রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব ও আরটিভির উর্ধতন কর্মকর্তা এবং মিউজিক ভিডিওগুলোর শিল্পী, সঙ্গীত পরিচালক, মডেল, নির্মাতাসহ আরও অনেকে। অনুষ্ঠানে সৈয়দ আশিক রহমান বলেন, আমাদের দেশের তরুণরা যে কতটা ট্যালেন্ট, সেটা প্রমাণ করার জন্যই আমরা এই কাজটি করছি। আশা করছি আপনাদের ভাল কিছু উপহার দিতে পারব। নির্মিত মিউজিক ভিডিওগুলোর হলো, শিল্পী শোভন আনোয়ারের ‘ফিরো এসো’। গানের কথা শরীফ উদ্দিন খান, মডেল আজমেরী আশা, শোভন আনোয়ার, পরিচালনা সোহেল রানা বিদ্যুত। কলকাতার শিল্পী রূপঙ্কর এবং বাংলাদেশের সীমা খানের গাওয়া গান ‘সোহাগ চাঁদ’। ভিডিও পরিচালনা নুর হোসেন হীরা, মডেল তানভীর ও নীলাঞ্জনা নীলা। শিল্পী রাফাত, রাজীব, রন্টি দাশ ও নাজুর গাওয়া গান ‘এলো পহেলা বৈশাখ’। গানের ।কথা ও সুর কামরুল হাসান সোহাগ। সঙ্গীত পরিচালনা রাফাত। ভিডিও পরিচালনা শাহীদ শরিফ। মডেল রাফাত, রাজীব, রন্টি দাশ, নাজু ও অন্যান্য। শিল্পী শফিক তুহিন ও নাজমুন নাহার ন্যান্সির গাওয়া গান ‘তোমার আমার প্রেম’। গানের কথা, সুর ও সঙ্গীত পরিচালনা শফিক তুহিন। ভিডিও পরিচালনা শুভব্রত সরকার। মডেল আজাদ, জেবিন সুলতানা। শিল্পী মালার কথা, সুরের গান ‘ঢাকা’। গানটির সঙ্গীত পরিচালনা সাকের রাজা। ভিডিও পরিচালনা তানিম রহমান অংশু। মডেল মালা ও অন্যান্য। শিল্পী এলিটা ও বিবেকের গাওয়া গান ‘তুমি নেই তো কিছু নেই’। সঙ্গীত পরিচালনা জুয়েল মোরশেদ কণ্ঠশিল্পী মেহরাবের গান ‘এলোরে বৈশাখ’। সুর ও সঙ্গীত মেহরাব।
×