ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বসুমতি ফিদে র‌্যাপিড রেটিং দাবা

প্রকাশিত: ০৬:৫৩, ১৩ এপ্রিল ২০১৮

বসুমতি ফিদে র‌্যাপিড রেটিং দাবা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং বিসিএফ স্পোর্টসের আয়োজনে বসুমতি ফিদে র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতার খেলা আজ শুক্রবার বেলা ১১টা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের তৃতীয় তলায় দাবা ক্রীড়া কক্ষে শুরু হবে। সবার জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহীরা নির্ধারিত এন্ট্রি ফিসহ শুক্রবার সকাল ১০টার মধ্যে খেলার কক্ষে নাম জমা দিতে পারবেন। প্রতিযোগিতার খেলা সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ চল্লিশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে। কারাতে ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ক্য শৈ হ্ল্য স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সাধারণ সম্পাদক হয়েছেন ক্য শৈ হ্ল্য। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে শাহজাদা- ক্য শৈ হ্ল্য প্যানেল থেকে ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ক্য শৈ হ্ল্য। তিনি পান ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদের অপর প্রার্থী আলী আহসান বাদল পান ২১ ভোট। উল্লেখ্য, শাহজাদা- ক্য শৈ হ্ল্য প্যানেল থেকে সবাই পাস করেছেন।
×