ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্শাল আইয়ুবের সেঞ্চুরি

মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রানের পাহাড়

প্রকাশিত: ০৬:৩০, ১২ এপ্রিল ২০১৮

মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রানের পাহাড়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিসিএল) ষষ্ঠ আসরটিতে দুর্দান্ত খেলা উপস্থাপন করছে ওয়ালটন মধ্যাঞ্চল। সাদমান ইসলামের সেঞ্চুরি (১০৭) ও সাইফ হাসানের ৯৪ রানের পর দ্বিতীয়দিনে মার্শাল আইয়ুবের (১৩২) সেঞ্চুরিতে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে রানের পাহাড় গড়েছে মধ্যাঞ্চল। ৫২৯ রান করেছে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলও একই পথের পথিক হয়েছে। এখনও ৩০৮ রানে এগিয়ে রয়েছে দক্ষিণাঞ্চল। দ্বিতীয়দিনে মার্শাল ঝলক ॥ প্রথমদিনে ৩ উইকেট হারিয়ে ৯০ ওভারে ২৪৯ রান করেছিল মধ্যাঞ্চল। দুই ওপেনার সাদমান ও সাইফ মিলে শুরুতেই ২০০ রান যোগ করেন। তাতেই মধ্যাঞ্চল অনেকদূর এগিয়ে যায়। দ্বিতীয়দিন মার্শাল সেঞ্চুরি করে দলকে ৫২৯ রান করায় এগিয়ে নিয়ে যান। শেষ মুহূর্তে মোশাররফ হোসেন রুবেল অপরাজিত ৮৩ রান করে রানের পাহাড় গড়তে বিশেষ ভূমিকা রাখেন। দ্বিতীয়দিন মাহমুদুল্লাহ বেশিদূর এগিয়ে যেতে পারেননি। তবে মার্শাল দেখিয়েছেন ঝলক। ২১০ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১৩২ রানের ইনিংস খেলেছেন। তার এই ইনিংসের পর তানভির হায়দারের ৪৬ ও মোশাররফের দুর্দান্ত ব্যাটিংয়েই এতদূর পথ এগিয়ে গেছে মধ্যাঞ্চল। ২৫৮ রানে ৫ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে মার্শাল ও তানভির মিলে ১০৮ রানের জুটি গড়েন। এরপর মোশাররফের সঙ্গে সপ্তম উইকেটে ৬৭ রানের জুটি গড়ে আউট হন মার্শাল। ৫২৯ রানে মধ্যাঞ্চল অলআউট হলেও মোশাররফ টিকে থাকেন। এরপর উত্তরাঞ্চলের দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী ব্যাট হাতে নেমে ১ ওভার খেলতেই দিন শেষ হয়। সুবিধাজনক অবস্থায় দক্ষিণাঞ্চল ॥ তুষার ইমরানের ১৩০ রানের ইনিংসে প্রথমদিন ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান করেছিল দক্ষিণাঞ্চল। দ্বিতীয়দিনে দেলোয়ার হোসেনের ৬৩ রান ও নুরুল হাসান সোহানের অপরাজিত ৪৪ রানে ৪০৩ রান করতেই গুটিয়ে যায় দক্ষিণাঞ্চল। এরপর ব্যাট হাতে নেমে লিটন কুমার দাসের অপরাজিত ৬০ রানে ৩ উইকেট হারিয়ে ৯৫ রান করে পূর্বাঞ্চল। আজ ম্যাচের তৃতীয়দিনে লিটনের সঙ্গে ইয়াসির আলী দলকে এগিয়ে নিতে ব্যাট হাতে নামবেন। এখন ম্যাচের যে অবস্থা তাতে সুবিধাজনক স্থানে আছে দক্ষিণাঞ্চল। ৩০৮ রানে এগিয়ে রয়েছে। স্কোর ॥ দ্বিতীয় দিন শেষে ॥ মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ-বগুড়া মধ্যাঞ্চল প্রথম ইনিংস ॥ প্রথম দিনশেষে ২৪৯/৩; ৯০ ওভার (সাদমান ১০৭, সাইফ ৯৪, মাহমুদুল্লাহ ২১*, মার্শাল ২০; শরীফুল ২/৫০ ও দ্বিতীয়দিন ৫২৯/১০; ১৭৪.১ ওভার (মার্শাল ১৩২, মোশাররফ ৮৩*, তানভির ৪৬; আরিফুল ৪/৭৯)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস ॥ ০/০; ১ ওভার (মিজানুর ০*, জুনায়েদ ০*)। দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ-সিলেট দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ॥ প্রথমদিন শেষে ২৯৯/৭; ৮৭.১ ওভার (তুষার ১৩০, রাব্বি ৮৯, মিঠুন ২২, শাহরিয়ার ১৭; সাইফউদ্দিন ২/৪০ ও দ্বিতীয়দিন ৪০৩/১০; ১০৪.৪ ওভার (দেলোয়ার ৬৩, সোহান ৪৪*; খালেদ ৪/৮৪)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস ॥ ৯৫/৩; ৩৩ ওভার (লিটন ৬০*, আফিফ ১৪, আশরাফুল ১২; রাব্বি ২/৩৩)।
×