ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লাফার্জ হোলসিমের ক্যারোলিন লুসকম্বে ঢাকায়

প্রকাশিত: ০৬:১১, ১২ এপ্রিল ২০১৮

লাফার্জ হোলসিমের ক্যারোলিন লুসকম্বে ঢাকায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ লাফার্জ হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং মানব সম্পদ বিভাগের প্রধান ক্যারোলিন লুসকম্বে ঢাকায় আসছেন আজ বৃহস্পতিবার। এই সফরে তিনি লাফার্জহোলসিম বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ছাড়াও দেশের উর্ধতন মানবসম্পদ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা গ্রাহকদের সঙ্গে দেখা করবেন। এ্যাডভেন্ট ফার্মার ইপিএস ৬৫ পয়সা প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ২০১৭-১৮ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এদিকে আজ উভয় পুঁজিবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, হিসাব বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,১৭) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ৬৫ পয়সা। আইপিওর পরে ইপিএস হয়েছে ৪৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। এদিকে বছরের শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আইপিওর পরে ইপিএস হয়েছে ২২ পয়সা। এই সময় কোম্পানিটির মুনাফা হয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা। ৩১ ডিসেম্ববর ২০১৭ সাল পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.১১ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×