ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একটি ফৌজদারি অপরাধ

প্রকাশিত: ০৬:০৬, ১২ এপ্রিল ২০১৮

একটি ফৌজদারি অপরাধ

বাংলাদেশের নারী আর পুরবাসী বা গৃহবন্দী নয়। অনেক ক্ষেত্রে নারী আজ পুরুষের চেয়ে এগিয়ে। নারীর অগ্রযাত্রার সঙ্গে নারীকে পদে পদে পড়তে হয়েছে বিভিন্ন বাধায়। এই বাধার আর এক নাম ফেসবুক। আমাদের হীন মানসিকতার কারণে ফেসবুকের মাধ্যমে নারী নানা ধরনের লাঞ্ছনার শিকার হন। দেশে আইনের যথাযথ প্রয়োগ নেই বলে ফেসবুকে দিনের পর দিন নারীর প্রতি লাঞ্ছনা বেড়ে যাচ্ছে। কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে কাউকে যদি উত্ত্যক্ত করা হয় তাকে ‘বুলিং’ বলা হয়। এই বুলিং হলো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ। এই সব দেশে কেউ একবার এ ধরনে ফৌজদারি অপরাধ করলে তাকে পরবর্তী জীবনে চাকরি-বাকরি পেতে ব্যাপক সমস্যায় পড়তে হয়। বাংলাদেশে নারীকে ফেসবুক নিগ্রহের কবল থেকে বাঁচানোর একমাত্র উপায় হলো আইনের যথাযথ প্রয়োগ। উইনিপেগ, ম্যানিটোবা, কানাডা থেকে
×