ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

২০ বছর খাঁচায় আটক

প্রকাশিত: ০৫:২১, ৯ এপ্রিল ২০১৮

২০ বছর খাঁচায় আটক

নিজ ছেলেকে ২০ বছরেরও বেশি সময় ধরে কাঠের খাঁচায় বন্দী করে রেখেছেন সন্দেহে সম্প্রতি জাপানের পুলিশ ৭৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ছেলের মানসিক সমস্যা থাকায় কখনও কখনও সহিংস আচরণ করায় তাকে বন্দী করে রেখেছিলেন বলে বাবা ইয়োশতানে ইয়ামাসাকিরের দাবি। এক মিটার উচ্চতা ও দুই মিটারের চেয়েও কম প্রশস্ত একটি খাঁচায় বন্দী করে রাখা ওই ছেলের বয়স এখন ৪২ বছর। জাপানের সানদা শহরে ইয়ামাসাকির বাড়ির পাশের একটি কুটিরে খাঁচাটি রাখা ছিল। খাঁচায় থাকতে থাকতে ছেলেটির পিঠ বেঁকে গেছে। এখন কর্তৃপক্ষ তার দেখাশোনার ভার নিয়েছে। গত জানুয়ারি থেকে পশ্চিম জাপানের এক কল্যাণ সংস্থা ছেলেটির দেখভাল করছিল। ওই সময় এক নগর কর্মকর্তা ইয়ামাসাকির বাড়ি পরিদর্শনে যাওয়ার পর ৪২ বছর বয়সী ছেলেটি বন্দীদশা থেকে মুক্তি পায়। তদন্তকারীদের ধারণা, ১৬ বছর বয়সে সহিংস আচরণ শুরু করার পর থেকে ইয়ামাসাকি তার মানসিক রোগী ছেলেকে বন্দী করে রাখতে শুরু করেন। আপাতত শুধু ১৮ জানুয়ারি থেকে ৩৬ ঘণ্টা ছেলেকে খাঁচায় বন্দী করে রাখার অভিযোগে পেনশনভোগী ইয়ামাসাকিকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়ামাসাকি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো স্বীকার করেছেন। ছেলেকে প্রতিদিন খাবার খাওয়াতেন ও একদিন পর পর তাকে গোসলের সুযোগ দিতেন বলে কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।-এনএইচকে
×