ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ অর্থায়ন

প্রকাশিত: ০৫:০৩, ৯ এপ্রিল ২০১৮

নতুন উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ অর্থায়ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নতুন উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হল অর্থায়ন। এছাড়াও ঋণ নিতে গেলেও সম্মুখীন হতে হয় নানা জটিলতার। ষষ্ঠ জাতীয় এসএমই মেলার উদ্যোক্তারা এসব কথা জানান। তবে, তাদের অনেকেরই অভিমত ঋণ পাওয়ার ক্ষেত্রে নিজেদেরকেও সঠিক প্রক্রিয়া মেনে চলতে হবে। এদিকে, এ ধরনের মেলাকে স্বাগত জানানোর পাশাপাশি এ শিল্পে পণ্যের বৈচিত্রতা আরও বাড়ানোর পরামর্শ ক্রেতাদের। মোট দেশজ উৎপাদন, জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদানের মাধ্যমে অর্থনীতিতে অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত। আর তাই বিপুল জনসংখ্যার এ দেশে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেয়া ও তাদেরকে উৎসাহিত করতে ষষ্ঠবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় এসএমই মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় নারী উদ্যোক্তাদের সংখ্যাই বেশি। তবে, অংশগ্রহণকারীদের অনেকেই জানালেন, নতুন উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হল অর্থায়ন। এক্ষেত্রে ঋণের বিষয়েও নানা জটিলতার কথা জানান তারা। গুরুত্ব দেন এ শিল্পের পণ্যের প্রসারে। এদিকে, কিছুটা সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় এবং হরেক রকেমর পণ্য কিনতেই ক্রেতা-দর্শনার্থীদের মেলায় আসা। অনেকে সন্তুষ্টু হলেও কারও আবার অভিমত, বাড়াতে হবে পণ্যের বৈচিত্রতা। মেলায় ক্রেতাদের আশানুরূপ সাড়া পেয়ে সন্তুষ্টু অংশগ্রহণকারীরা।
×