ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেড় মাস পর পুঁজিবাজারে ৬শ’ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:৫৯, ৯ এপ্রিল ২০১৮

দেড় মাস পর পুঁজিবাজারে ৬শ’ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আর্থিক লেনদেন প্রায় দেড় মাস পরে ৬০০ কোটি টাকা স্পর্শ করেছে। এছাড়া মূল্যসূচক প্রায় বিগত ১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থায় উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৫ পয়েন্টে। এর মাধ্যমে সূচকটি গত ৫ মার্চের মধ্যে সর্বোচ্চ অবস্থায় উঠে এসেছে। রবিবার ডিএসইতে ৬২২ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ১৫ ফেব্রুয়ারি বা প্রায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪ কোম্পানির মধ্যে ১৬৪টি বা ৪৯.১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৩৪টি বা ৪০.১২ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি বা ১০.৭৮ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এ দিন কোম্পানির ৩২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। লেনদেনে এরপর রয়েছেÑ ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট, মুন্নু সিরামিক, ইফাদ অটোজ, আমরা নেটওয়ার্ক, সালভো কেমিক্যাল, প্যারামাউন্ট টেক্সটাইল ও লংকাবাংলা ফাইন্যান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ আলিফ ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ, মুন্নু সিরামিক, জিবিবি পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মুন্নু স্টাফলার, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডেফোডিল কম্পিউটার ও শাশা ডেনিম। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ নদার্ন জুট, ইসলামিক ফাইন্যান্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সাভার রিফ্যাক্টরিজ, জাহিন স্পিনিং, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড ও উত্তরা ফাইন্যান্স। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮০৮৮ পয়েন্টে। বাজারটিতে ৩০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৪টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তীত রয়েছে ২২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, কেয়া কসমেটিক, ব্র্যাক ব্যাংক, বিবিএস কেবল ও সাইফ পাওয়ার।
×