ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাভারে ৫ দিনব্যাপী স্বাধীনতা দিবস নাট্যোৎসব

প্রকাশিত: ০৪:১২, ৭ এপ্রিল ২০১৮

 সাভারে ৫ দিনব্যাপী স্বাধীনতা দিবস নাট্যোৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় সংস্কৃতির বিকাশে সাভারে জাগরণী থিয়েটারের আয়োজনে ৫ দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস নাট্যোৎসব’ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমানের উদ্যোগে এনাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৫ দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা জানিয়েছেন প্রতিদিন সন্ধ্যায় নাটকের প্রদর্শনী শুরু হবে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস নাট্যোৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী, অভিনেতা আবদুল কাদের, অভিনেতা লুৎফর রহমান জর্জ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ গিয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৯ সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমান। নাট্যোৎসবে জাগরণী থিয়েটারের অংশগ্রহণে প্রথমদিন বৃহস্পতিবার ‘আমি ও শ্যামা’, দ্বিতীয়দিন শুক্রবার লোকনাট্য দলের (বনানী) ‘কঞ্জুস’ নাটকের মঞ্চায়ন হয়। এছাড়া আজ, ‘তৃতীয়দিন ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’, আগামীকাল চতুর্থদিন নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’ এবং পঞ্চম এবং শেষ দিন প্রাঙ্গণেমোরের ‘কনডেম সেল’ নাটকের মঞ্চায়ন হবে।
×