ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্থায়ী প্রধান কোচ হতে চান ওয়ালশ

প্রকাশিত: ০৫:৩৮, ৬ এপ্রিল ২০১৮

স্থায়ী প্রধান কোচ হতে চান ওয়ালশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্থায়ী প্রধান কোচ এখন নেই। চন্দিকা হাতুরাসিংহে প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর থেকেই এ পদ শূন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্থায়ী প্রধান কোচ খুঁজছেও। কিন্তু ‘ব্যাটে-বলে’ হচ্ছে না। সামনেই বাংলাদেশের সিরিজ রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। এর মধ্যে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্থায়ী প্রধান কোচ হওয়ার আশা প্রকাশ করে রাখলেন বোলিং কোচ এবং ভারপ্রাপ্ত প্রধান কোচ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। নিজের এ আশার কথা জানাতে গিয়ে ওয়ালশ বলেন, ‘আমি জানি, তারা (বিসিবি) একজন হেড কোচ খুঁজছে। যদি আমাকে জিজ্ঞেস করেন, তবে বলব, আমি তা আনন্দের সাথেই করব।’ সঙ্গে আবার প্রধান কোচ দ্রুত পাওয়ার আশাও করছেন ওয়ালশ, ‘যত দ্রুত আমরা হেড কোচ পাব, ততই ভাল। আমাদের মোমেন্টামটা চালিয়ে যেতে হবে। যখন আমরা হেড কোচ পাব, তখন তা নিয়ে ভাবব এবং পরিকল্পনা করব। আশাকরি এমন একজনকে পাব (হেড কোচ হিসেবে), যার সঙ্গে সবাই আনন্দের সঙ্গে কাজ করতে পারবে। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যই আমার মূল লক্ষ্য।’ হাতুরাসিংহে চলে যাওয়ার পর দেশের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রধান কোচ ছাড়াই খেলা হয়েছে। এরপর শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ওয়ালশকে ভারপ্রাপ্ত কোচ করা হয়েছে। সাফল্যও দারুণ। দলকে একটি ‘টিম বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। তাতে সাফল্যও মিলেছে। দেশের মাটিতে নাস্তানাবুদ হওয়া দলটি শ্রীলঙ্কায় গিয়ে স্বাগতিকদের পেছনে ফেলে ফাইনালে খেলেছে। ওয়ালশ এখন প্রধান কোচের দায়িত্ব নিতেও প্রস্তুত। যদি বিসিবি সেই দায়িত্ব স্থায়ীভাবে দেয়। নিদাহাস ট্রফিতে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব ভালভাবেই পালন করেছেন ওয়ালশ। ওয়ালশ মনে করছেন, সামনে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা রয়েছে তা চ্যালেঞ্জের। এ জন্য দ্রুতই প্রধান কোচ হলে ভাল হবে।
×