ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৭০ শিক্ষার্থীকে বৃত্তি দিল বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমিতি

প্রকাশিত: ০৪:৩৫, ৬ এপ্রিল ২০১৮

৪৭০ শিক্ষার্থীকে বৃত্তি দিল বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমিতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর মেধাবী সন্তানদের আলাউদ্দিন ছাত্র বৃত্তি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। সমিতির চেয়ারম্যান গাজী সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের গবর্নর ফজলে কবির, ডেপুটি গবর্নর এস.এম মনিরুজ্জামান, প্রাক্তন ডেপুটি গবর্নর এস.কে সুর চৌধুরী, সমিতির সম্পাদক রজব আলী। অনুষ্ঠানে গবর্নর ফজলে কবির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে জ্ঞান, তথ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হবে। তাই তরুণদের মেধার বিকাশ ও সঠিক রক্ষণাবেক্ষণ একান্ত প্রয়োজন। গবর্নর সামাজিক দায়বোধ, নৈতিকতা ও মানবিকতার মতো বৈশিষ্ট্যগুলো সব সময় লালনের মাধ্যমে উন্নত দেশ গড়ার কারিগর হওয়ার জন্য বৃত্তিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানাচ্ছি।
×