ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বসিত মুম্বাই অধিনায়ক

প্রকাশিত: ০৬:৪১, ৩ এপ্রিল ২০১৮

মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বসিত মুম্বাই অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএল অভিষেক মৌসুমেই ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জিতিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ইনজুরি-অফ ফর্মে সেই তারই গত মৌসুমটা কেটেছে দুঃস্বপ্নের মতো। একটি মাত্র ম্যাচ খেলিয়ে বাকি টুর্নামেন্টে বসিয়ে রাখা হয়। অতঃপর তাকে তো ছেড়েই দেয় হায়দরাবাদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবার কিনে নিয়েছে মুস্তাফিজকে। ৭ এপ্রিল উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। বাজে সময় পেরিয়ে ছন্দে ফিরেছেন কাটার মাস্টার। সম্প্রতি শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদাহাস টি২০ সিরিজে প্রতিপক্ষকে নাকাল করে ছেড়েছেন মুস্তাফিজ। সেখানে ফাইনালের প্রতিপক্ষ ভারতের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। যিনি আবার মুম্বাইরও অধিনায়ক। আইপিএলে শিরোপা ধরে রাখতে ‘দুর্বোধ্য’ মুস্তাফিজের অপেক্ষায় ইন্ডিয়ান হার্ডহিটার উইলোবাজ। সেনসেশনাল টাইগার পেসারও নিজেকে উজাড় করে দিতে তৈরি। রোহিত বলেন, ‘মুস্তাফিজ সম্প্রতি তার বাজে সময় কাটিয়ে উঠেছে। আগের মতোই দুর্বোধ্য মনে হয়েছে তাকে। ও এমন একজন বোলার, যাকে নিয়ে প্রতিপক্ষ আগে থেকে কিছু প্ল্যান করে মাঠে নামতে পারবে না। আমার মনে হয়, ও পুরোপুরি আনপ্রেডিক্টেবল। আমরা মুম্বাই ইন্ডিয়ানসের জন্য এমন কাউকে চাচ্ছিলাম। আমি নিশ্চিত, মুস্তাফিজ ওর যোগ্যতার স্বাক্ষর রাখবে। আমাদের শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’ নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে স্লগ ওভারে ১ রান দিয়ে এবং ১ উইকেট নিয়ে ম্যাচটা প্রায় বের করে ফেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের। পরের ওভারেই রুবেল হোসেনকে ছাতু বানিয়ে ম্যাচ বের করে নেন দীনেশ কার্তিক। টাইগারদের তাই রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ওই দিনই ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা মুস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছিলেন, ‘এমন দুর্বোধ্য মুস্তাফিজকেই আইপিএলে দেখতে চাই।’ রবিবারই মুম্বাই পৌঁছেছেন মুস্তাফিজ। বাংলাদেশের কাটার-মাস্টারকে পেয়ে তার দল মুম্বাই ইন্ডিয়ানস বেশ উচ্ছ্বসিত। তাই দলের সঙ্গে যোগ দেয়ার পরই এই বাঁহাতি পেসারের ব্যাগ-প্যাকসহ ছবি পোস্ট করে দলটি। দলটি ফেসবুক পেজে মুস্তাফিজের ছবিসহ ক্যাপশনে লেখা ছিল, ‘সে এখন এখানে। ব্যাগভর্তি কৌশল নিয়ে মুস্তাফিজুর রহমান পৌঁছেছেন।’ ক্যাম্পে যোগ দিয়েই হাত-পা গুটিয়ে বসে থাকেননি মুস্তাফিজ। রোহিত শর্মা ও বোলিং পার্টনার জাসপ্রিত বুমরাহদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন বাংলাদেশী পেসার। অনুশীলনের ছবি পোস্ট করে মুম্বাই ইন্ডিয়ানস তাদের ফেসবুক পেজ ও টুইটার ক্যাপশনে লিখেছে, ‘রোহিত, বুমরাহ, মুস্তাফিজ এই তিন তারকা মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাম্পে যোগ দিয়েছেন’। হায়দরাবাদের হয়ে প্রথম মৌসুমে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গতবার তিনি ইনজুরির শিকার হন। দলে তেমন ভূমিকা রাখতে পারেননি। উপরন্তু নিজের ব্যক্তিগত পারফর্মেন্সও খারাপ হতে থাকে। এ কারণে দলটি আর তাকে ধরে রাখার ঝুঁকি নেয়নি। দ্য ফিজকে ২ কোটি ২০ লাখ রুপীতে কিনে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই। মুস্তাফিজ বলেন, ‘হায়দরাবাদের হয়ে প্রথম মৌসুমটা বেশ ভাল কেটেছিল। আশা করছি এবার মুম্বাইয়ের সাফল্যে অংশীদার হতে পারব। আমি আমার সেরাটা দিতে মুখিয়ে আছি।’
×