ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেলসি-টটেনহ্যামের লড়াই আজ

প্রকাশিত: ০৫:৪৫, ১ এপ্রিল ২০১৮

চেলসি-টটেনহ্যামের লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। গত মৌসুমে দুর্দান্ত খেলেই লীগ শিরোপা পুনরুদ্ধার করেছিল এ্যান্তনিও কন্টের দল। তবে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি ব্লুজরা। এবার লীগ শিরোপা জয় তো দূরের কথা ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ তিনেও জায়গা নেই তাদের। ৩০ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে শনিবার পর্যন্ত লীগ টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করে চেলসি। তারপরও আশা ছাড়েনি কন্টের দল। লীগ টেবিলের শীর্ষ চারে থেকে ব্লুজরা এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ খেলতে মরিয়া। সেই লক্ষ্যেই আজ মাঠে নামছে চেলসি। প্রতিপক্ষ শক্তিশালী টটেনহ্যাম হটস্পার। বর্তমানে লীগ টেবিলের চার নাম্বারে অবস্থান করছে মৌরিসিও পোচেত্তিনোর দল। তাই দুই দলের জমজমাট লড়াই হবে বলেই আশা করছেন ফুটবলপ্র্রেমীরা। ইংলিশ প্রিমিয়ার লীগে খুব বাজে কাটছে চেলসির। বিশেষ করে শেষ ছয় ম্যাচের মধ্যে চারটিতে হারায় কপাল পুড়েছে তাদের।
×