ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদাতিকের ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৮’

প্রকাশিত: ০৪:০৮, ১ এপ্রিল ২০১৮

পদাতিকের ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৮’

স্টাফ রিপোর্টার ॥ পদাতিক নাট্য সংসদ প্রতিবারের মতো এ বছরও ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যাৎসব ও স্মারক সম্মাননা ২০১৮’ উদযাপন করতে যাচ্ছে। এই আয়োজনে এ বছরও দুজন নাট্য ব্যক্তিত্বকে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ দেয়া হবে। ৫ দিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন ম্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১৮’ শীর্ষক আয়োজনের উদ্বোধন হবে আগামী ৫ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে। ওইদিন বিকাল ৫-৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন ও একই সঙ্গে স্মারক সম্মাননা প্রদান করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ এবং আকতারুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দলের সভাপতি তাসনীন হোসাইন তানু। ৫ দিনের এই উৎসবে ভারতের একটিসহ মোট ১০টি নাটক মঞ্চস্থ হবে। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে উৎসবের উদ্বোধনী দিন ৫ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ বলে প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মনিপুরি থিয়েটারের ‘ইঙাল আধার পালা’, ৬ এপ্রিল শুক্রবার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে পদাতিক নাট্য সংসদের ‘গণজান বিবির পালা’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেশ নাটকের ‘নিত্য পুরান’, ৭ এপ্রিল শনিবার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আরণ্যক নাটদলের ‘ইবলিশ’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অন্বেষা থিয়েটারের ‘জয়তুন বিবির পালা’, ৮ এপ্রিল রবিবার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আগন্তুকের ধলেশ্বির অপেরা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পালাকারের ‘উজানে মৃত্যু’, ৯ এপ্রিল সোমবার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ভারতের নাট্যজন প্রযোজিত নাটক ‘তিন মোহনা’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘স্বপ্ন রমনীগণ’ মঞ্চস্থ হবে। এছাড়া প্রতিদিন বিকাল ৫টা হতে সন্ধ্যা ৬-৩০ মি. পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখপ্রান্তে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, স্বাধীনতাত্তোর বাংলাদেশে নাট্যশিল্প বিকাশ ও গ্রুপ থিয়েটার আন্দোলনে অবদানের জন্য পদাতিক নাট্য সংসদ গত আট বছর সম্মাননা প্রদান করে আসছে। এর মধ্যে ২০১০ সালে নাট্য ব্যক্তিত্ব জনাব মামুনুর রশীদ ও বেগম শিমুল ইউসুফ, ২০১১ সালে ম. হামিদ ও বেগম ফেরদৌসী মজুমদার, ২০১২ সালে, রামেন্দু মজুমদার ও নাসির উদ্দীন ইউসুফ, ২০১৩ সালে আতাউর রহমান ও কেরামত মওলা, ২০১৪ সালে আলী যাকের ও প্রয়াত সৈয়দ শামসুল হক, ২০১৫ সালে, অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ ও আসাদুজ্জামান নূর এমপি, ২০১৬ সালে ড. ইনামুল হক ও সারা যাকের এবং ২০১৭ সালে প্রয়াত এস এম সোলায়মান (মরণোত্তর) ও লাকী ইনাম এ সম্মাননা দেয়া হয়। আগামী ৩ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বছর সম্মাননা প্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। পদাতিক এ বছর ৪১ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ সময় সংস্কৃতিপ্রেমীদের সহযোগিতা ও সমর্থন থিয়েটার আন্দোলনে পদাতিকের যাত্রাকে সমৃদ্ধ করেছে। বিগত উৎসবগুলোতে বিভিন্ন সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে পদাতিক। এ বছরও সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করছে।
×