ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

প্রকাশিত: ০৬:১৯, ২৯ মার্চ ২০১৮

অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছে বিনিয়োগকারীরা। বুধবার দুপুর ২টায় বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিনিয়োগকারীরা মানববন্ধন করে। মানববন্ধনে বিনিয়োগকারীরা পুঁজিবাজার ঠিক কর, নইলে বুকে গুলি কর এমন স্লোগানে দিতে থাকে। এছাড়াও লুটেরাদের হাত থেকে পুঁজিবাজারকে রক্ষা করারও আহ্বান করেন। বিনিয়োগকারীরা মানববন্ধন শেষে দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ করতে করতে বাংলাদেশ ব্যাংকের দিতে যায়। এ সময় তার জ্বালো জ্বালো আগুন জ্বালো, শেয়ারবাজার পড়ল কেন অর্থমন্ত্রী জবাব দে বলে সেøাগান দিতে থাকে। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্যপরিষদ নেতারা এক মানববন্ধন আয়োজন করেন। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এ কে এম মিজান উর রশিদ চৌধুরী। মানববন্ধনে মিজান-উর রশীদ চৌধুরী বলেন, তারল্য সঙ্কটের কারণে শেয়ারবাজারের পতন অব্যাহত রয়েছে। এ সঙ্কটের কারণে শেয়ারবাজারের লেনদেন দেড় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। অব্যাহত পতনে সর্বস্ব হারাচ্ছেন বিনিয়োগকারীরা। তিনি বলেন, কারসাজি চক্রের কারণে শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর দাপট অব্যাহত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর দাপটেও নিয়ন্ত্রক সংস্থা রয়েছে নিষ্ক্রিয় অবস্থানে।
×