ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রন্থকাননের ‘সেবাবধূ’ ও ‘সেবাময়ী নারী’ পুরস্কার ২০১৮

প্রকাশিত: ০৩:৪১, ২৭ মার্চ ২০১৮

গ্রন্থকাননের ‘সেবাবধূ’ ও ‘সেবাময়ী নারী’ পুরস্কার ২০১৮

সংস্কৃতি ডেস্ক ॥ কবি শাহজাহান আবদালীর উদ্যোগে প্রকাশনা সংস্থা গ্রন্থকাননের পক্ষ থেকে সাত নারীকে শ্বশুর-শাশুড়ি সেবার জন্য ‘সেবাবধূ পুরস্কার’ ও মানবসেবায় অবদানের জন্য দুইজনকে ‘সেবাময়ী নারী’ পুরস্কার দেয়া হবে। আগামী ৩০ মার্চ শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনয়ন প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার তুলে দেবেন প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ভাষাবিদ ড. হায়াৎ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রানা ও লেখিকা আফরুজা পারভীনসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি শাহজাহান আবদালী। এবার সেবাবধূ পুরস্কার পাচ্ছেন হবিগঞ্জের ঊমা রাণী সরকার, ব্রাহ্মণবাড়িয়ার শায়েস্তারা খাতুন, দিনাজপুরের তাজনাহার মিলি, টাঙ্গাইলের সালদা আশরাফ হাসান ও আছিয়া আক্তার, ঢাকার এ্যাডভোকেট রোকেয়া আক্তার ও মাকসুদা বেগম। সেবাময়ী নারী পুরস্কার পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার সনি আক্তার সুচি ও ঢাকার বিউটি বর্মণ।
×