ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুটবলার বোল্ট

প্রকাশিত: ০৭:০১, ২৪ মার্চ ২০১৮

ফুটবলার বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ উসাইন বোল্টকে আর নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই। গতির দানব! ইতিহাসের দ্রুততম মানব। অসামান্য সব কীর্তি গড়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলেতেও বিশ্বরেকর্ড গড়া বোল্টের নামের পাশে রয়েছে অলিম্পিকের ৮ স্বর্ণপদক জয়ের অবিস্মরণীয় কীর্তি। ২০১৭ সালে বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ব্রোঞ্জ জিতে বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তি টানেন তিনি। অবশ্য এর সবই তার ট্র্যাক এ্যান্ড ফিল্ডের গল্প। বোল্ট আসছেন নতুন পরিচয়ে। ৩১ বছর বয়সে এসে নতুন মিশন শুরু করতে চলেছেন জ্যামাইকান স্প্রিন্টার। এবার আর দৌড় নয়। ফুটবলার হয়ে আসছেন পৃথিবীর ইতিহাসের দ্রুততম মানব। বোল্টের শুরুটা ২০০৮ সালে। ২০১৬ সালের রিও অলিম্পিক পর্যন্তই বিশ্বের ক্রীড়ামোদীদের মুগ্ধ-বিমোহিত করে এসেছেন তিনি। গড়েছেন একের পর এক বিস্ময়কর রেকর্ড। ২০০৯ সালে বার্লিন অলিম্পিকের কথা মনে আছে নিশ্চই! চোখের পলক পড়তে না পড়তেই যা করে দেখালেন বোল্ট। হ্যাঁ, মাত্র ৯.৫৮ সেকেন্ডেই ১০০ মিটারের ফিনিশিং লাইন স্পর্শ করেছিলেন তিনি। বোল্টের সেই ক্ষণিকের দৌড় দেখার জন্যই উন্মুখ হয়ে থাকতেন গোটা দুনিয়ার মানুষ। মুহূর্তের জন্য টেলিভিশন থেকে চোখ সরালেই দেখতে হতো রিপ্লে! সেই উসাইন বোল্টই এখন দৌড়াবেন ৯০ মিনিটের খেলায়। নিঃসন্দেহেই বিষ্ময় জাগানিয়া ব্যাপার। যে বয়সে এসে ক্যারিয়ারের সমাপ্তি টানার পরিকল্পনা করেন অনেকে, সেই সময়ে নতুন শুরুর ভাবনায় বিভোর বোল্ট। এই বোল্ট তো সত্যিই অদম্য, অবিশ্বাস্য। এতেই প্রমাণিত হয় যে, জাত চ্যাম্পিয়নরা থেমে থাকেন না কখনই। ফুটবল ক্যারিয়ার গড়ার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই জার্মান বুন্দেসলিগার জায়ান্ট ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন শুরুর করে দিয়েছেন বোল্ট। অনুশীলনে মার্কো রেউস এবং মারিও গোটজেরাও দারুণভাবে সহায়তা করেছেন জ্যামাইকান স্প্রিন্টারকে। বোল্ট এ সময় বাম পায়ে কিছু শটও খেলেছেন ডর্টমুন্ডের নতুন সতীর্থদের সঙ্গে। অনুশীলনে হাস্যোজ্জ্বল মুখই বলে দেয় যে প্রথম দিনটা দারুণ উপভোগ করেছেন তিনি।
×