ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিতর্কের পর কেন্দ্রীয় চুক্তিতে শামি

প্রকাশিত: ০৭:০০, ২৪ মার্চ ২০১৮

বিতর্কের পর কেন্দ্রীয় চুক্তিতে শামি

স্পোর্টস রিপোর্টার ॥ ক’দিনের ঝড় সামলে বলতে গেলে ক্যারিয়ারের পুনর্জন্ম পেলেন মোহাম্মদ শামি। ভারতীয় তারকা পেসারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন তার মডেল স্ত্রী হাসিনা জাহান। বিষ খাইয়ে হত্যাচেষ্টাসহ আরও কয়েকটি অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছিলেন। যে কারণে ৮ মার্চ ঘোষিত ভারতীয় বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে শামির নাম ছিল না। প্রাথমিক তদন্তে অর্থনৈতিক দুর্নীতির কোন প্রমাণ না মেলায় দুই সপ্তাহ পর শুক্রবার তাকে কেন্দ্রীয় চুক্তির ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বছরে তিনি পাবেন ৩ কোটি রুপী। তার সঙ্গে ‘বি’ ক্যাটাগরিতে আরও আছেন লোকেশ রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, হারদিক, ইশান্ত শর্মা ও দীনেশ কার্তিক। ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা বিসিসিআই-এর চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে থাকবেন। মূলত শামির বিরুদ্ধে তার স্ত্রীর আনা বেশ কয়েকটি অভিযোগের কারণে প্রথমে কেন্দ্রীয় চুক্তির তালিকায় এই পেসারের নাম রাখেনি বিসিসিআই। এই সময়ের মধ্যে শামির বিরুদ্ধে বিসিসিআই তদন্ত চালিয়েছে। সেই তদন্তে পেসারের বিরুদ্ধে কোন অর্থনৈতিক কেলেঙ্কারি তথা দুর্নীতির প্রমাণ মেলেনি। এ বিষয়ে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন, ‘আসলে আমরা কেবল সেই বিষয় নিয়েই কথা বলতে ও ব্যবস্থা নিতে পারি যেটা দুর্নীতি দমন ইউনিট তদন্ত করে দেখতে পারে। আমরা তার ব্যক্তিগত জীবনের কোন বিষয়ে কথা বলতে পারি না। সেটা তার ব্যক্তিগত ব্যাপার।’ আর বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, দিল্লীর সাবেক পুলিশ কমিশনার ও বিসিসিআই-এর দুর্নীতি দমন ইউনিটের প্রধান নিরাজ কুমার তার প্রতিবেদন দাখিল করেছেন। শামির বিরুদ্ধে কোন দুর্নীতি ও অবৈধ অর্থ লেন-দেনের প্রমাণ মেলেনি। এদিকে স্ত্রী হাসিনা জাহানের করা অভিযোগের ভিত্তিতে শামি ও তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে কলকাতা পুলিশ।
×