ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের জার্সিতে মাঠে নামছেন মেসি-রোনাল্ডো

প্রকাশিত: ০৬:২৮, ২৩ মার্চ ২০১৮

দেশের জার্সিতে মাঠে নামছেন মেসি-রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে বিভিন্ন দেশ প্রীতি ম্যাচ খেলা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ রাতে বিশ্বের নানা প্রান্তে মাঠে নামছে ৫০টিরও বেশি দেশ। এর মধ্যে আছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, চারবারের বিশ্বচ্যাাম্পিয়ন জার্মানি ও ইতালি, দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অন্য দল ইংল্যান্ড, হল্যান্ড, পর্তুগাল, কলম্বিয়া ও ফ্রান্স। অর্থাৎ জাতীয় দলের হয়ে মাঠে নামছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। খেলতেন নেইমারও। কিন্তু ইনজুরিতে মাঠের বাইরে থাকায় ব্রাজিলের হয়ে তিনি খেলতে পারছেন না। এসব দেশের বাইরে আরও অনেক দেশ মাঠে নামছে। এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া। সেখানেই জুন-জুলাইয়ে মাঠে গড়াবে ২১তম ফিফা বিশ্বকাপ। এ জন্য রাশানদের মাঠে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। স্বাগতিকদের সঙ্গে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ইতালি। অন্যদিকে আর্জেন্টিনা কোনরকমে শেষ ম্যাচ জিতে উঠে এসেছে চূড়ান্তপর্বে। দল দু’টি মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেনের ম্যাচটির দিকে তাকিয়ে আছে গোটা ফুটবল দুনিয়া। এবার বিশ্বকাপে থাকছে না টোটাল ফুটবলের জনক হল্যান্ডও। তাদের বিরুদ্ধে মাঠে নামছে ফুটবলের জনক ইংল্যান্ড। রোনাল্ডোর পর্তুগাল খেলবে আফ্রিকান শক্তি মিসরের বিরুদ্ধে। ফ্রান্সের মুখোমুখি হবে কলম্বিয়া। নেইমারকে ছাড়াই সেলেসাওরা রাশানদের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেবে। ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন নেইমার। যে কারণে রাশিয়া ও জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য তাকে ব্রাজিল দলের বাইরে রেখেছেন কোচ টিটে। প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলিয়ান কোচ জাতীয় দলে নতুনদের সুযোগ দিয়েছেন। আগামী ১৪ জুন রাশিয়ায় বিশ্বকাপ মিশন শুরু করার আগে অনুশীলন ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। ফেব্রুয়ারি মাসে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলতে গিয়ে পায়ের গুরুতর ইনজুরিতে আক্রান্ত নেইমারকে ছাড়াই ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করতে হচ্ছে। দলের সেরা তারকার অনুপস্থিতি কিছুটা হলেও দলের ওপর প্রভাব ফেলেছে। পুরো পরিস্থিতি আরও একটু ভালভাবে পর্যবেক্ষণ করেই টিটে দল ঘোষণায় ১০ দিন দেরি করেছেন। অস্ত্রোপচারের কারণে অন্তত তিনমাস নেইমারকে বিশ্রামে থাকতে হবে। এ কারণেই ২৩ জনের পরিবর্তে ব্রাজিল কোচ ২৫ জনের তালিকা ঘোষণা করেছেন। অন্যদিকে ইতালি ও স্পেনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যানচেস্টার সিটির তারকা এ্যাগুয়েরো বর্তমানে হাঁটুর ইনজুরিতে ভুগছেন, যে কারণে দুই সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে আছেন। এরপরও দলে আছেন তিনি। শুক্রবার ইতালি, এরপর স্পেনের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। এ দু’টি ম্যাচে কোচ জর্জ সাম্পাওলির আস্থা অর্জন করতে চান আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। বোঝাতে চান, রাশিয়া বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার যোগ্য তিনি। ম্যাচ খেলতে আর্জেন্টিনার সব ফুটবলার ইংল্যান্ড গেলেও মেসি যান একদিন পরে। এরপর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন পাঁচবারের ফিফা সেরা তারকা। ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির ফুটবল একাডেমিতে অনুশীলন করছে আর্জেন্টিনা। অনুশীলনে সিটি স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো আর্জেন্টিনা দলের সঙ্গে থাকলেও অনুশীলন করেননি। হাঁটুর ইনজুরির কারণে সাইডলাইনে বসে ছিলেন। দলীয় অনুশীলনে যোগ দেয়া উল্লেখযোগ্য আর্জেন্টাইন তারকাদের মধ্যে ছিলেন সিটির আরেক ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি, গঞ্জালো হিগুয়াইন, এ্যাঞ্জেল ডি মারিয়া, জ্যাভিয়ার মাশ্চেরানো ও মার্কোস রোহো। এদিকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে হল্যান্ড ও ইতালির বিপক্ষে ইংল্যান্ডের প্রীতি ম্যাচ খেলতে পারছেন না সাউদাম্পটনের লেফট ব্যাক রায়ান বারট্র্যান্ড। ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এফএ জানায়, পিঠের ইনজুরিটি ফের পরখ করার জন্য রায়ান বারট্র্যান্ডকে তার ক্লাবে ফেরত পাঠানো হয়েছে। সতর্কতার অংশ হিসেবে তাকে প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। আজ রাতে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে হল্যান্ডের বিরুদ্ধে খেলবে স্বাগতিক ইংল্যান্ড।
×