ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন হলেই ২.২ মিলিয়ন ইউরো

প্রকাশিত: ০৬:৪২, ২২ মার্চ ২০১৮

চ্যাম্পিয়ন হলেই ২.২ মিলিয়ন ইউরো

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস খেলোয়াড়দের জন্য সুখবর দিল ফ্রেঞ্চ ওপেনের আয়োজক কর্তৃপক্ষ। চলতি বছর থেকে ফরাসী ওপেনের এককে চ্যাম্পিয়ন হলেই রেকর্ড ২.২ মিলিয়ন ইউরো অর্থমূল্য হিসেবে আয় করবেন। যা গত বছরের তুলনায় এক লাখ ইউরো বেশি। টুর্নামেন্ট পরিচালক গাই ফরগেট নিজেই মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। সবমিলিয়ে এবার প্রাইজমানি ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯.২ মিলিয়নে দাঁড়াবে। গত বছর যা ছিল ৩৬ মিলিয়ন ইউরো। ফরগেট আরও জানিয়েছেন বাছাইপর্বে ও প্রথম রাউন্ডে পরাজিত খেলোয়াড়দেরও আয়ের অর্থ বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় ৫ হাজার ইউরো বেড়ে তা ৪০ হাজারে দাঁড়িয়েছে। এই পরিবর্তন সত্ত্বেও অন্যান্য গ্র্যান্ডস্লামের তুলনায় ফ্রেঞ্চ ওপেনের প্রাইজমানি এখনও সবচেয়ে কম। জানুয়ারিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেনের অর্থমূল্যও এবার ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সেখানে চ্যাম্পিয়ন হিসেবে রজার ফেদেরার পেয়েছেন রেকর্ড চার মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। উইম্বলডন জয়ী সুইজারল্যান্ডের ফেদেরার এবং স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরজা প্রত্যেকেই ২.২ মিলিয়ন ইউরো অর্থমূল্য পেয়েছেন। অন্যদিকে ইউএস ওপেন জয়ী রাফায়েল নাদাল ও স্লোয়ানে স্টিফেন্স ৩.৭ মিলিয়ন ইউরো করে পেয়েছেন। আগামী মাসেই শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। ২১ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১০ জুন পর্যন্ত। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। ফাইনালে স্টানিস্লাস ওয়ারিঙ্কাকে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেনের দশম শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছিলেন ক্লে কোর্টের রাজা হিসেবে বিবেচিত রাফায়েল নাদাল। তার আগে এই রেকর্ডটা মার্গারেট কোর্টের দখলে ছিল। ১৯৭৩ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ১০ বার একই গ্রান্ডস্লাম জিতেছিলেন কোর্ট। এরপর টেনিসের উন্মুক্ত যুগে আর কেউ মার্গারেট কোর্টের এই রেকর্ডটি ভাঙ্গতে পারেননি। দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর দশমবারের মতো ফরাসী ওপেনের শিরোপা জিতে রাফায়েল নাদাল কোর্টের সেই রেকর্ডে ভাগ বসান। ফরাসী ওপেনের লালমাটিতে ১৩ বার অংশ নিয়ে ১০ বার চ্যাম্পিয়ন হন এই স্প্যানিয়ার্ড। নাদালের সামনে এবার শুধু নিজেকেই ছাড়িয়ে যাওয়ার হাতছানি। গত বছর ফ্রেঞ্চ ওপেনের মহিলা এককেও চমকে দিয়েছিলেন জেলেনা ওস্টাপেঙ্কো। কোর্টে নেমেছিলেন অবাছাই খেলোয়াড় হিসেবে। যে কারণে সবাই ধরেই নিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জেতাটা লাটভিয়ার এই তারকার জন্য প্রায় অসম্ভবই। কিন্তু সেই ওস্টাপেঙ্কোই শেষ পর্যন্ত বাজিমাত করেন। ফাইনালে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজিত করে। তিন সেটের লড়াইয়ে সেবার লাটভিয়ার এই টেনিস তারকা ৪-৬, ৬-৪ এবং ৬-৩ গেমে হারিয়েছিলেন হ্যালেপকে। সেই সঙ্গে গড়েন নতুন ইতিহাস। এই টুর্নামেন্টে তিনিই প্রথম নারী যিনি অবাছাই হয়েও চ্যাম্পিয়ন হয়েছেন। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা অবশ্য পরের সময়টাতে ধরে রাখতে পারেননি ওস্টাপেঙ্কো। এবার কী পারবেন নিজের শিরোপা ধরে রাখতে? টেনিসপ্রেমীদেরও অপেক্ষা এখন সেটাই দেখার।
×