ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাবাদা-বিতর্কের মাঝেই শুরু কেপটাউন টেস্ট

প্রকাশিত: ০৬:৪০, ২২ মার্চ ২০১৮

রাবাদা-বিতর্কের মাঝেই শুরু কেপটাউন টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ কেপটাউনে আজ থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। ১-১এ চলমান দ্বৈরথে দু’দলের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ডারবানের প্রথম টেস্টে বড় জয় পেয়েছিল স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। এবি ডি ভিলিয়ার্সের আকর্ষণীয় এক সেঞ্চুরি ও পেসার কাগিসো রাবাদার চমৎকার নৈপুণ্যে ভর করে পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিক প্রোটিয়ারা। তবে সিরিজে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে সব ছাপিয়ে আলোচনায় রাবাদা। বোলিংয়ের জন্য নয়, প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথকে ধাক্কা দেয়ায় প্রথমে আইসিসি কর্তৃক দুই টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ) সেটির বিরুদ্ধে আপীল করে। শুনানিতে প্রমাণ হয় যে রাবাদা ইচ্ছে করে সেটি করেননি। ফলে নাম্বার ওয়ান পেসারকে নিয়েই আজ মাঠে নামছে ফ্যাফ ডুপ্লেসিসের দল। কিন্তু অসি অধিনায়ক বিষয়টা এখনও স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। স্মিথ বলেন, ‘আমি স্তম্ভিত। আইসিসির এই সিদ্ধান্তে ক্রিকেটের আইন-কানুন স্রেফ প্রহসনে পরিণত হলো।’ দক্ষিণ আফ্রিকার এক প্রবীণ সাংবাদিক এবং ভাষ্যকার জানিয়েছেন, ম্যাচ রেফারি প্রাথমিকভাবে যে রিপোর্ট জমা দিয়েছিলেন তাতে রাবাদা এবং স্মিথ দু’জনকেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু পরে সেটি বদলে যায়। তিনি বলেছেন, ‘ক্রো যে রিপোর্ট দিয়েছিলেন তাতে বলা হয়েছিল স্মিথ এবং রাবাদা ধাক্কাটা এড়াতে পারতেন। কিন্তু আইসিসির রিপোর্টে লেখা রাবাদা ওই ধাক্কাটা এড়াতে পারতেন’। যার অর্থ দায়টা শুধুই রাবাদার ওপর এসে পড়ে। বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন দক্ষিণ আফ্রিকান কোচ ওটিস গিবসন, ‘রাবাদা ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। তবে উইকেট পাওয়ার পরে উৎসব করার ব্যাপারে ওকে আরও সতর্ক থাকতে হবে।’ আর অস্ট্রেলিয়ার ক্রিকেটার নাথান লেয়নের বক্তব্য, ‘আমরা আইসিসি’র সিদ্ধান্তকে সম্মান করি। অস্ট্রেলিয়া সবসময় সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে চায়। রাবাদা বিশ্বের সেরা বোলার। আমরাও ওর বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছি।’ ওদিকে অস্ট্রেলিয়া দলের বড় ভরসা ও প্রথম টেস্টে জয়ের নায়ক মিচেল স্টার্ক বলেছেন, প্রতিপক্ষ ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের বিপক্ষে বল করলে এতটুকু ভুল করার সুযোগ নেই। তবে সিরিজে বাকি দুই টেস্ট সেই সঙ্গে সিরিজ জিতে তারা ফের টেস্ট ক্রিকেটের শীর্ষ র‌্যাঙ্কিংয়ে ফিরে আসবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এই অসি ফাস্ট বোলার। ‘একই ধাঁচের বলের বিপক্ষে ভিন্ন ভিন্ন শট খেলার মতো দক্ষতা এই প্রেটিয়া ব্যাটসম্যানের রয়েছে। সুতরাং তার মতো ব্যাটসম্যানের মোকাবেলা করতে গিয়ে আপনাকে অবশ্যই সমস্যায় পড়তে হবে। তারপরও তিনি একজন মানুষ। সুতরাং তারও ভুল হবে। ওই সুযোগ কাজে লাগিয়ে তাকে আউট করতে হবে। আমি আমাদের বোলিংয়ের ওপর আস্থাশীল। যে কারণে চলতি সিরিজে তাকে যে বারবার আমরা আউট করতে পারব, সে বিষয়ে কোন সন্দেহ নেই।’ বলেন স্টার্ক। প্রথম ম্যাচে হারলেও পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১২৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডি ভিলিয়ার্স। প্রথম টেস্টের প্রথম ইনিংসের অপরাজিত ৭১ রান সংগ্রহ করেছিলেন ৩৪ বছর বয়সী ডি ভিলিয়ার্স। স্টার্ক আরও বলেন, ‘একটি ভাল বল মানে বিশ্বের যে কোন ব্যাটসম্যানের জন্য ‘ভাল’ বল। একজনকে ভাল বোলিং করার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’
×